ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফের শালবাগান ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকা থেকে গুলিবিদ্ধ এক রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(১৪ফেব্রুয়ারি)বেলা১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান২৬নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৭ব্লক সংলগ্ন পশ্চিমের পাহাড়ী এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।নিহত হলেন,উখিয়া উপজেলার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা মো:রশিদের ছেলে রহমত উল্লাহ (২২)।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মুহাম্মদ গিয়াস উদ্দিন।তিনি বলেন,শুক্রবার সকাল৯টার দিকে হ্নীলা ইউনিয়নের শালবাগান২৬নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৭ব্লকের পশ্চিমে তিনটি পাহাড়ের মিলনস্থল লেকের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এপিবিএন পুলিশকে খবর দেয়।এ তথ্যে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি দেখতে পায়।পরে বিষয়টি টেকনাফ থানা পুলিশকে অবহিত করে।খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে।ঘটনাটি শোনার পর নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি শনাক্ত করেছেন।
ওসি আরও বলেন,প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে ধারণা করা হচ্ছে,বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অজ্ঞাত দূর্বৃত্তরা রহমত উল্লাহকে তুলে আনা হয়।পরে শালবাগান২৬নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় নিয়ে এসে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।লাশ গুমের উদ্দ্যেশে পাহাড়ী লেগে পাশে আনা হয়ে থাকতে পারে।তবে নিহতের ডাকাতি,অপহরণ ও খুনসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।