ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে এক বসত বাড়িতে অভিযান চালিয়ে ৬২হাজার৪শ’পিস ইয়াবা,একটি ম্যাগজিন, ৩রাউন্ড গুলি,২টি রাম দা,মাদক বিক্রির নগদ ৭লাখ৭০হাজার টাকা,একটি মোটরসাইকেল ও ব্যবহৃত দুইটি মোবাইল সেটসহ এক নারীকে আটক করেছে র্যাব-১৫।শনিবার ভোররাতে সদর ইউপি হাতিয়ারঘোনা গফুরের বাসা থেকে এসব মালামাল তাকে আটক করা হয়।আটক হলেন,টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা গফুরের স্ত্রী মোসামৎ ফাতেমা(৪০)।
র্যাব-১৫ সিপিসি১ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেঃ কমান্ডার মির্জা শাহেদ মাহতাব বলেন,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে হাতিয়ারঘোনা গফুরের বসত বাড়িতে ইয়াবা মজুদ রয়েছে।এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬২হাজার৪শ’পিস ইয়াবা,একটি ম্যাগজিন,৩রাউন্ড গুলি,২টি রাম দা,মাদক বিক্রির নগদ ৭লাখ৭০হাজার টাকা,একটি মোটরসাইকেল ও ব্যবহৃত দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়।এঘটনায় গফুরের স্ত্রীকে আটক করা হয়।তিনি আরো বলেন,ইয়াবা ও মালামাল সহ ধৃতকে সংশ্লিষ্ট অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।