ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফের তুলাতলি এলাকায় অভিযান চালিয়ে
মাছ ধরার কাঠের নৌকার ভিতর থেকে১লাখ৫০হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী এলাকার আব্দুল হাকিমের ছেলে মোঃআব্দুস সালাম(৩৩),একই এলাকার মৃত ফরিদ আলমের ছেলে মোঃআব্দুল্লাহ(৩৫),মৃত আহাম্মদ হোসেনের ছেলে মোঃনজরুল ইসলাম প্রঃ কালু(৩৪)ওমৃত অলি আহাম্মদের ছেলে মোঃসামছুল আলম(৫২)।
সোমবার(২১জুলাই)বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫সহকারী পরিচালক(ল’এন্ড মিডিয়া অফিসার)সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক।
তিনি জানান,রোববার(২০জুলাই)বিকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপিস্থ ০৩নং ওয়ার্ডের অন্তর্গত তুলাতলী ঘাটে কতিপয় ব্যক্তিরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন তথ্যে
র্যাব সিপিসি-১,টেকনাফ ক্যাম্প এর চৌকস অভিযানিক দল ছদ্মবেশে ঐ এলাকায় দীর্ঘ২৪ঘণ্টা ধরে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে সুলতান আহাম্মদের ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের নৌকার ভিতর থেকে১লাখ৫০হাজার পিস ইয়াবা,একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন’সহ চার মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।এই সময় তাদের সহযোগী আরও তিনজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।