ফরহাদ আমিন:
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে কক্সবাজারের টেকনাফে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুভ উদ্বোধন হল তারুণ্যের উৎসব।বৃহস্পতিবার(৯জানুয়ারি)সকালে উৎসব উপলক্ষে
টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের কার্যলয়ে সামনে এসে শেষ হয়।তারুণ্যের উৎসব উদ্বোধন করেন
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শেখ এহসান উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মুহাম্মদ গিয়াস উদ্দিন,র্যালিতে সকল স্তরের ছাত্রছাত্রী,বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও দলের প্রতিনিধিরা প্রমুখ।
আয়োজকরা জানান,সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিমিত্তে জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে তারুণ্যের উৎসব উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।৫১দিনব্যাপী এ উৎসবের অংশ হিসেবে টেকনাফ উপজেলার ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন,যুব সমাবেশ অনুষ্ঠান,গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার,জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী,কর্মশালাসহ নানান কিছু থাকবে।উপজেলা প্রশাসন এসব আয়োজন করবে।এ কার্যক্রম বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় লিড মিনিস্ট্রি হিসেবে থাকবে।