প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৫, ২:৪৮ পূর্বাহ্ণ
টেকনাফে চার শতাধিক অসহায়-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে র্যাব ও কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী পৃথকভাবে চার শতাধিক অসহায়-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন র্যাব ও কোস্টগার্ড।বৃহস্পতিবার(১০জুলাই)সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া ও হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী-ওয়াব্রাং এলাকায় এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব১৫সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া অফিসার)সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক।তিনি জানান,বৃহস্পতিবার(১০জুলাই)দুপুরে সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলায় সৃষ্ট জলাবদ্ধতা ও আকস্মিক বন্যায় টেকনাফ উপজেলার সীমান্তবর্তী জালিয়াপাড়া,শাহপরীরদ্বীপ এলাকার জেলে ও প্রান্তিক আয়ের মানুষজন পানিবন্দী হয়ে খাদ্য ও নিরাপদ পানির সংকটে পরে।উক্ত জলাবদ্ধতা ও বন্যার কারনে উদ্ভুত পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ রেখেছে র্যাব।উক্ত পর্যবেক্ষণ ও আটকে পড়া প্রান্তিক আয়ের জেলেদের খাদ্য ও নিরাপদ পানির সংকট দূরীকরণে র্যাব-১৫এর অধিনায়ক এর নির্দেশক্রমে এবং পক্ষে উপ-অধিনায়ক র্যাব-১৫শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকায় জেলে ও প্রান্তিক আয়ের মানুষজন পানিবন্দী শতাধিকের বেশী লোকদের মানবিক ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।এর মধ্যে চাল,ডাল,চিড়া,গুড়,মুড়ি, মোমবাতি,খাবার স্যালাইন,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ মোট১৪টি পণ্য সামগ্রী রয়েছে।
তিনি আরও জানান,পর্যায়ক্রমে এ মানবিক ত্রান সামগ্রী বিতরন অব্যাহত থাকবে।
এছাড়া অপর দিকে একইদিন বিকালে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন,প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত,অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে।পাশাপাশি সমুদ্র তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।সাম্প্রতিক সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণের ফলে টেকনাফ উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে স্থানীয় মানুষ পানি বন্দি হয়ে পড়ে।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(১০জুলাই)সকাল ৯টা৩০হতে বিকাল৪টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক রঙ্গিখালী ও ওবরাং এলাকায় বন্যা কবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি ৩০০পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
তিনি আরও বলেন,বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
নিউজ ভিশন বিডি