ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে এক বসত বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে২৮হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।এসময় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার(১২জুলাই)সন্ধ্যায় পৌরসভার নাইট্যং পাড়া এলাকার রশিদা বেগমের বসত ঘর থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন,টেকনাফ পৌরসভার১নং ওয়ার্ডের নাইট্যং পাড়া এলাকার বদি আলমের স্ত্রী রশিদা বেগম(২৫),পশ্চিম নাইট্যংপাড়া এলাকার মোঃ ইমরানের স্ত্রী জাহিদা পরিমণি প্রকাশ মুন্নী(১৯),পৌরসভার ৭নং ওয়ার্ডের চৌধুরী পাড়ার আবুল হাশেমের ছেলে মোঃরাশেদ(৩৩)ও সাবরাং ইউনিয়নের ২নংওয়ার্ড আলীর ডেইল এলাকার জাফর আলমের ছেলে মোঃতৈয়ব(৩২)।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃহাফিজুর রহমান।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশের একটিদল পৌরসভার নাইট্যং পাড়া এলাকার রশিদা বেগমের বসত ঘরে ইয়াবা পাচারের উদ্দেশ্য মজুদ রেখেছে।এমন তথ্যে ঐ বাড়িতে অভিযান চালানো হয়।এসময় ঘরের খাটের নিচে তল্লাশী চালিয়ে২৮হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করতে সক্ষম হয়।তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।