
ফরহাদ আমিন:
কক্সবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে টেকনাফে আদালত ভবন স্থাপনসহ জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (২২নভেম্বর)বিকাল ৪টায় টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়ায় আয়োজিত টেকনাফ পৌর বিএনপি ৭নং ওয়ার্ডের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন,টেকনাফের মানুষকে ন্যায়বিচার পেতে কক্সবাজার ছুটে যেতে হয়।আমরা ক্ষমতায় গেলে টেকনাফেই আদালত স্থাপন করা হবে।এতে মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমবে।
তিনি আরও বলেন,রোহিঙ্গা সংকট উখিয়া-টেকনাফ অঞ্চলের প্রধান সমস্যা। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা হবে।অপহরণ, মাদক ও মানবপাচার দমনে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
মিয়ানমারের সঙ্গে স্থলবন্দর ও নতুন বাণিজ্যিক করিডোর চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন,এসব উদ্যোগ এ অঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আনবে এবং বৈধ ব্যবসা-বাণিজ্যে মুক্ত পরিবেশ তৈরি করবে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান।
সভায় সভাপতিত্ব করেন টেকনাফ পৌর বিএনপির ৭নং ওয়ার্ড শাখার সভাপতি ফরিদ আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী,পৌর বিএনপির সভাপতি আবদু রাজ্জাক,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন,জেলা বিএনপির সদস্য রাশেদুল মার্কিন,মো.আবদুল্লাহ এবং শাহ আলম কমিশনার।
এছাড়া পৌর বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ এনামুল হাসান,ছৈয়দ আলম-১,হাজী ছৈয়দ আলম-২,জাকের হোসেন,মেহাম্মদ কাইয়ুম,আবদুস সালাম,নুরুল আলম দস্তগীর,আবদুল শুক্কুর,মোহাম্মদ আবদুল্লাহ,আবদু রাজ্জাক,রহমত উল্লাহ,আবদুল্লাহ আল নোমান,তারেক আহমদ সাগর,জসিম উদ্দিন,নুরুল আমিন,মোহাম্মদ সেলিম ও জামাল হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০