ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্রসহ মোহাম্মদ ইউনুস(৩০)নামে এক যুবককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার(২১জানুয়ারি)ভোরে হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটক হলেন,হ্নীলা ইউনিয়নের ৬নংওয়ার্ড,উলুচামারী এলাকার রুস্তম আলীর ছেলে মোহাম্মদ ইউনুস(৩০)।
মঙ্গলবার(২১জানুয়ারি)সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন
কক্সবাজার র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক(ল’এন্ড মিডিয়া অফিসার)আ.ম.ফারুক।
তিনি জানান,মঙ্গলবার(২১জানুয়ারি)ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপিস্থ উলুচামারী এলাকায় কতিপয় মাদক কারবারী ইয়াবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যে র্যাব-১৫সিপিসি-২হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়।এসময় একটি দেশীয় তৈরী অস্ত্রসহ এক কারবারীকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান,উদ্ধারকৃত অস্ত্রসহ আটকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০