ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফ উপজেলার উলুচামারী স্কুলের পশ্চিম পাশে জমি থেকে বাড়িতে যাওয়ার পথে অস্ত্রের মুখে জিম্মি করে অপহৃত ফরিদ উল্ল্যাহ(৪৩)নামে একজনকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
রবিবার(২৭এপ্রিল)রাত পৌনে১০টার দিকে হ্নীলা ইউনিয়নের কোনারপাড়া নীচের রাস্তার পশ্চিম পার্শ্বে বিলের মাঝখানে ভিকটিমকে রেখে যাওয়া সময় পুলিশের সাথে জনতা অপহৃত এক জনকে উদ্ধার ও একজনকে আটক করেছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
উদ্ধার অপহৃত হলেন,হ্নীলা ইউপি দক্ষিণ আলীখালী ২৫নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সৈয়দের ছেলে ফরিদউল্ল্যাহ(৪৩)।
আটক অপহরণকারী চক্রের সদস্য হলেন,হ্নীলা ইউপি উলুচামারী এলাকার আব্দুস সালাম প্রকাশ কালু ছেলে মোঃ রিদুয়ান(২০)।
ওসি গিয়াস উদ্দিন বলেন,গত শনিবার(২৬এপ্রিল)রাতে উলুচামারী স্কুলের পশ্চিম পাশে জমি থেকে বাড়িতে যাওয়ার পথে ভিকটিম ফরিদউল্ল্যাহকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণকারীরা পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়।পরে ভিকটিমের পরিবারের লোকজন থানা পুলিশকে খরব দেয়।থানা পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঐ এলাকায় অভিযান চালায়।এসময় পুলিশি অভিযানের মুখে রবিবার রাত পৌনে১০টার দিকে কোনারপাড়া নীচের রাস্তার পশ্চিম পার্শ্বে বিলের মাঝখানে ভিকটিমকে রেখে পালানোর সময় স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করতে সক্ষম হয়।পরে আটকের হেফাজতে থাকা একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ০৪রাউন্ড গুলি পাওয়া যায়।
তিনি আরও বলেন,জনতার সহযোগিতায় একজনকে উদ্ধার এবং একজনকে আটকের ঘটনায় মামলা হবে।জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০