ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

টেকনাফে২লাখ টাকার মুক্তিপণ দাবি,অপহৃত কিশোর উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৬ অপরাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে অপহরণের দুইদিন পর মোঃ ইউনুছ(১৬)নামে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া অপহৃত কিশোর চট্টগ্রাম সিটি কর্পোরেশন দক্ষিণ চাঁদগাঁও কাজির দেওয়া বর্তমান টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার মোহাম্মদ আইয়ুবের ছেলে মো:ইউনুছ(১৬)।
মঙ্গলবার(১৬সেপ্টেম্বর)দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পরিদর্শক তদন্ত(ওসি)হিমেল রায়।
তিনি জানান,সোমবার(১৫সেপ্টেম্বর)রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে তারই নেতৃত্বে থানার চৌকশ এসআই মোঃমোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায়।এসময় অক্ষত অবস্থায় ভিকটিম মোঃ ইউনুছ(১৬)কে উদ্ধার করতে সক্ষম হয়।ওই সময় অপহরণকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে,গত শনিবার(১৩সেপ্টেম্বর)সকাল অনুমান সাড়ে০৭টার দিকে মা,ছেলে ভিকটিম মোঃইউনুছ(১৬)ও অপর ছেলে মোঃরফিক(১৪)সহ সিএনজি যোগে কক্সবাজার সদর থানার পানবাজার মোড় এলাকায় ভুলা বাপের পেট্রোল পাম্পের সামনে থেকে টেকনাফ বাস স্টেশন এলাকার উদ্দেশ্যে রওয়ানা করে।একই দিন সকাল সাড়ে৯টার দিকে ঐ সিএনজিটি টেকনাফ সদর ইউনিয়নের মেরিনড্রাইভ রোডের পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে মেরিন ড্রাইভ রাস্তার উপর পৌঁছাইলে মা-সহ তার ছেলেরা সমুদ্র সৈকত দেখার জন্য সিএনজি থেকে নামলে অজ্ঞতানামা২/৩জন ব্যক্তি একটি সিএনজি যোগে এসে তার ছেলে ভিকটিম মোঃইউনুছ(১৬)কে টানা হেছড়া করে সিএনজি গাড়ীতে তুলে বাহারছড়া এলাকার দিকে দ্রুত গতিতে নিয়ে যায় অপহরণকারীরা।উক্ত সিএনজি গাড়ীর রেজিঃনাম্বার-১১৯৪৬৯।পরবর্তীতে তিনি এবং তার অপর ছেলে মোঃরফিক(১৪)উক্ত সিএনজিকে অনুসরণ করে সিএনজি পিছনে দৌঁড়ে ভিকটিম মোঃ ইউনুছ(১৬)কে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হই।তাকে কোথাও না পেয়ে পরে তারা বাড়ী ফিরে আসলে বাদীর ব্যক্তিগত মোবাইল নম্বর এর হোয়াটঅ্যাপ আইডিতে অজ্ঞাতনামা কয়েকটি মোবাইল নম্বর থেকে হোয়াটঅ্যাপের মাধ্যমে ফোন দিয়ে২লাখ টাকা মুক্তিপন দাবী করেন এবং অপহরণকারীদের কথা মতো টাকা না দিলে ভিকটিমকে হত্যা করে সমুদ্রে ফেলে দিবে না হয় মালয়েশিয়া ট্রলারে তুলে দিবে হুমকি দেয়া হয়।
তিনি আরও জানান,এঘটনায় সোমবার(১৫সেপ্টেম্বর)সকালে অপহৃত মো:ইউনুছ এর মা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

50 Views

আরও পড়ুন

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৪টি ভারতীয় গরু জব্দ

চাকসুতে অংশগ্রহণ করবে না গণতান্ত্রিক ছাত্র সংসদ

চাকসু হল সংসদে পূর্ণ প্যানেল দিলো ছাত্রীসংস্থা

টেকনাফে২লাখ টাকার মুক্তিপণ দাবি,অপহৃত কিশোর উদ্ধার

র‍্যাব১৫-বিজিবির যৌথ অভিযানে টেকনাফে ৪০,০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি এক মিয়ানমার নাগরিক আটক

পাহাড় বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে মুফিজ, নিরব বন কর্মকর্তা।

টেকনাফে ১ লক্ষ ৭০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কোচিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ (CAB) ফার্মগেট ইউনিটের নতুন কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠিত

শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চকরিয়ায় জমি পরিমাপের আবেদন প্রভাবশালীদের বাধায় আটকা, শিক্ষার্থী ছুরিকাঘাতের ঘটনা

খাসিয়ামারা নদীর নাব‍্যতা রক্ষায় এবং মানুষের জীবনমানের উন্নয়নে সকলের সহযোগিতা চাই-ইজারাদার ‎

খুরুশকুলের আলোচিত মাদক কারবারি মোস্তাক ১৬ হাজার ইয়াবা সহ বিজিবি’র হাতে আটক