মো: মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার:
স্থগিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে বেসরকারি ভাবে টানা ৪র্থ বার এবং সর্বোচ্চ এই আসন থেকে ৫ম বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার।
সোমবার ( ১২ফেব্রুয়ারি) সংসদীয় আসনের ১২৪ টি কেন্দ্রে বিরতিহীন ভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় জেলা প্রসাশক ও রিটার্নিং অফিসার গোলাম মওলা প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষনা করেন।
এতে নৌকা প্রতীকে শহীদুজ্জামান সরকার ১লক্ষ ৫৮ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারি ভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে এইচ এম আখতারুল আলম পেয়েছে ৭৪ হাজার ৩৮১ ভোট ।
জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকে তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট, ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা পেয়েছেন ১ হাজার ৪২৬ ভোট।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০