মির্জা নাদিম, টঙ্গী :
আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক সহ টঙ্গীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াতে ইসলামী আনোয়ার হোসেন ভূইয়া
গত ৪ ডিসেম্বর ( বুধবার) রাত্রে টঙ্গী মেট্রো পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পশ্চিম থানার নব নির্বাচিত আমীর আনোয়ার হোসেন ভূঁইয়ার নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত দায়িত্বশীলবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার অন্যতম নেতা ও টঙ্গী পশ্চিম থানা সদ্য বিদায়ী আমীর জননেতা নেয়ামত উল্লাহ শাকের।
জনাব নেয়ামত উল্লাহ শাকের থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমানকে বলেন, জামায়াতে ইসলামী সুশৃঙ্খল, রাসুলের দেখানো আদর্শ দিয়ে সমাজ পরিচালনা করতে কাজ করে যাচ্ছে। গত ৫ আগস্টের পর জামায়াতে ইসলামী প্রতিশোধের বিপরীতে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে সবজায়গায়। দেশের বিভিন্ন জায়গায় থানা পাহারাসহ ক্ষতিগ্রস্ত থানাগুলোতে বিভিন্ন উপকরণ বিতরণ করে আসছে।
এসময় বাংলাদেশের রাজনীতি অর্থনীতিসহ সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর আনোয়ার হোসেন ভূইয়া বলেন, আমরা সব সময় সামাজিক উন্নয়ন সহ দেশের যেকোনো স্বার্থে কাজ করতে ঐক্যবদ্ধ থাকবো। জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে দেশে বিশৃঙ্খলা করার জন্য বিভিন্ন মহল আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা জামায়াতে ইসলামী সবসময় আইনশৃঙ্খলা বাহিনির পাশে থাকবো এবং সকল ষড়যন্ত্রকে রুখে দিব।