মির্জা নাদিম, টঙ্গী, গাজীপুর :
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পাশে নূর ফ্যাশনের নির্মাণাধীন ভবনের ৭ তলা থেকে দেয়াল ভেঙে পাশের টিনশেড কাদির খা বাড়ির ওপর পড়ে। এতে ভাড়াটিয়া কল্পনা (৩৫) ও তার মেয়ে তানজিলা (১৫) গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার কারণ ও নির্মাণ অনিয়মের বিষয়ে প্রাথমিক তদন্তে জানা গেছে, নূর ফ্যাশনের মালিক নরুল ইসলাম ড্যালি এবং সাত তলার নির্মাণকাজ পরিচালনাকারী মোহর খাঁ রাজউকের কোনো দিক নির্দেশনা না মেনে ভবনটি নির্মাণ কাজ করছিলেন। বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার ছাড়াই এই বহুতল ভবন নির্মাণ করা হচ্ছিল, যা মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন যে, ভবন নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছিল এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
নূর ফ্যাশনের মালিক নরুল ইসলাম ড্যালি জানান, "ভবনের সাত তলা আমি মোহর খাঁর কাছে বিক্রি করেছি এবং তিনি বর্তমানে সেখানে নির্মাণকাজ পরিচালনা করছেন।"
মোহর খাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। জানা গেছে, তিনি খান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেন্টারের মালিক।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ বলেন, "ঘটনাটি আমাদের থানার পাশেই ঘটেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। অনিয়মের প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয়রা দাবি করেছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়ম মেনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০