নিজেস্ব প্রতিবেদন :
টঙ্গী ছাত্রদল নেতা ফজলে রাব্বির নেতৃত্বে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে অসুস্থ ও ডেঙ্গু আক্রান্ত রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গত ১১ মার্চ এই কার্যক্রম পরিচালিত হয় ছাত্রদল নেতা অপু মিয়ার পক্ষ থেকে।
ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল নেতা মেহেদী হাসান, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদল নেতা লিমন মিয়া, টঙ্গী পূর্ব থানা ছাত্রদল নেতা রাশেদ আহমেদ, ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি আল আমিন মাদবর, হাবিবুল্লাহ, ফাহিম এবং ৫৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা আলামিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় ছাত্রদল নেতা ফজলে রাব্বি বলেন, “ছাত্রদল সবসময় মানবতার সেবায় কাজ করে। অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ইফতার বিতরণের মাধ্যমে আমরা তাদের সঙ্গে আমাদের সহমর্মিতা প্রকাশ করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের কাজ চালিয়ে যাব।”
এ প্রসঙ্গে অপু মিয়া বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি মানবিক সংগঠনও। আমরা সব সময় চেষ্টা করি সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। রমজানের পবিত্রতা বজায় রেখে আমরা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেব।”
উক্ত ইফতার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের সকল শ্রেণির মানুষেরই উচিত অসহায়দের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া।