ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

টঙ্গীতে গৃহবধূ ও তার স্বামীর ওপর সন্ত্রাসী হামলা, চাঁদা দাবির অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার

টঙ্গীতে এক গৃহবধূ ও তার স্বামীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ উঠছে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমীন ইসলাম স্বাধীন ও তার সহযোগীদের বিরুদ্ধে।

ভুক্তভোগী গৃহবধূ আলেমা আক্তার এ ঘটনায় টঙ্গী পূর্ব একটি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত (৮ এপ্রিল) রাতে ৪৩ নং ওয়ার্ড পাগাড় আমবাগান এলাকার আমিনুলে বাড়ি ভাড়াটিয়া আলেমা আক্তার ও তার স্বামী জামান আলী সাংসারিক বিষয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটির সময় আচমকা হামলার শিকার হন।

আলেমা আক্তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকার বাসিন্দা ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম স্বাধীন (৩৫), আপাস (৫০), আনোয়ার, রাসেল (২৬), সেলিম (৩০) এবং আরও অজ্ঞাতনামা ২০-২৫ জন ব্যক্তি হঠাৎ তাদের ভাড়া বাসায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দু’জনকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। হামলায় জামান আলীর চোখের ওপরে গুরুতর আঘাত লাগে এবং তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগে আরো বলা হয়, হামলার পর ১ নম্বর বিবাদী আল-আমিন ইসলাম স্বাধীন তাদের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় অভিযুক্তরা গত তিন দিন ধরে তাদের ঘর তালাবদ্ধ করে রাখে। পরে ১০ এপ্রিল টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দেয়।

আলেমা আক্তার জানান, এই ঘটনায় তিনি ও তার স্বামী মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি ন্যায় বিচারের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

অভিযুক্ত সাবেক ছাত্রদলের নেতা আল আমীন ইসলাম স্বাধীন অভিযোগটি অস্বীকার করে বলেন,অভিযোগটি মিথ্যা এবং ভিত্তিহীন। আমিকে ফাঁসানো হচ্ছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

36 Views

আরও পড়ুন

রাঙামাটিসহ তিন পাহাড়ী জেলায় বর্ণাঢ্য আয়োজন শুরু হলো পাহাড়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব ,

শান্তিগঞ্জে ইউপি চেয়ারম্যান রাইজুল এর জানাযায় হাজারো মানুষের ঢল,দাফন সম্পন্ন

কক্সবাজারের শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হলেন-টেকনাফ থানার এসআই খোকন কান্তি রুদ্র

শান্তিগঞ্জে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় মাসুমা 

ভারতের সাথে আমাদের যুদ্ধের আশঙ্কা নেই——————–স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত

প্রখ্যাত মুফাসসিরে কুরআন মুফতি আমির হামজা আসছেন মহেশখালী

দোয়ারাবাজারে জুলাই-আগস্টে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ

সুবিপ্রবিতে ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যায় শোকাহত তৌহিদী জনতা, নিশ্চিহ্ন রাফা

ফিলিস্তিন মুক্ত হবে শহীদের রক্তেই—মুহাম্মদ শাহজাহান