স্টাফ রিপোর্টার
টঙ্গীতে এক গৃহবধূ ও তার স্বামীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ উঠছে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমীন ইসলাম স্বাধীন ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী গৃহবধূ আলেমা আক্তার এ ঘটনায় টঙ্গী পূর্ব একটি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত (৮ এপ্রিল) রাতে ৪৩ নং ওয়ার্ড পাগাড় আমবাগান এলাকার আমিনুলে বাড়ি ভাড়াটিয়া আলেমা আক্তার ও তার স্বামী জামান আলী সাংসারিক বিষয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটির সময় আচমকা হামলার শিকার হন।
আলেমা আক্তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকার বাসিন্দা ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম স্বাধীন (৩৫), আপাস (৫০), আনোয়ার, রাসেল (২৬), সেলিম (৩০) এবং আরও অজ্ঞাতনামা ২০-২৫ জন ব্যক্তি হঠাৎ তাদের ভাড়া বাসায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দু’জনকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। হামলায় জামান আলীর চোখের ওপরে গুরুতর আঘাত লাগে এবং তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগে আরো বলা হয়, হামলার পর ১ নম্বর বিবাদী আল-আমিন ইসলাম স্বাধীন তাদের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় অভিযুক্তরা গত তিন দিন ধরে তাদের ঘর তালাবদ্ধ করে রাখে। পরে ১০ এপ্রিল টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দেয়।
আলেমা আক্তার জানান, এই ঘটনায় তিনি ও তার স্বামী মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি ন্যায় বিচারের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযুক্ত সাবেক ছাত্রদলের নেতা আল আমীন ইসলাম স্বাধীন অভিযোগটি অস্বীকার করে বলেন,অভিযোগটি মিথ্যা এবং ভিত্তিহীন। আমিকে ফাঁসানো হচ্ছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।