মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল।
আজ (২৮ মার্চ) শুক্রবার সন্ধায় চেরাগআলী এলাকার বিএনপি নেতা পাপ্পু সরকারের বাসভবনে এ আয়োজন করা হয়।
এ সময় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর ছেলে রাকিন উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ সুমন, সোহেল, ফয়সাল,রাকিব,শাকিল ,বাহাদুর,খোরশেদ,
পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল নেতা রমজান আলী বাবু,হাসান, রমিজ রুবেলসহ অসংখ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ইফতারে আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও সরকার পরিবারের জন্য দোয়া এবং দেশের এই ক্রান্তিলগ্নে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।