মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে এম এ গনি উচ্চ বিদ্যালয় মাঠে ৫২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ ইফতার মাহফিল করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন আহমেদ, সদস্য সচিব (সাবেক ভিপি) আসাদুজ্জামান নূর, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ সুমনসহ বিএনপি’ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ইফতারে আগে মুহুর্তে দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় । মোনাজাত শেষে প্রায় দুই হাজার রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।