মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর)
গাজীপুরের টঙ্গীতে উত্তর আউচপাড়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় টঙ্গীর কলেজ গেট সংলগ্ন সুলতানা রাজিয়া রোডে কিংস ডেলিসিয়াস ফুড রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। এতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক ও যুব উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর আউচপাড়া যুব কল্যাণ সংঘের তরুণ উদ্যোক্তারা, আলামিন, বিএনপি নেতা নুরুদ্দিন আল মারুফ, লেসন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেসার্স রওনা আরা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল ইসলাম খান রাসেল, যুবদল নেতা রমিজ রুবেল, শাকিল বাহাদুর, মাহবুব, ব্যবসায়ী কামাল হোসেন, ইরন, বাবু মামুনসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ একটি শৃঙ্খলাবদ্ধ কাঠামো, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রে বসবাস করে। সমাজের ভবিষ্যৎ নির্ভর করে তরুণ প্রজন্মের নৈতিকতা ও মানসিকতার ওপর। সামাজিক সংগঠনগুলো যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব সংগঠন মাদকবিরোধী কার্যক্রম, ক্রীড়া প্রতিযোগিতা, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ পরিচালনা করে।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।