জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয়ের গঠিত উচ্চপর্যায়ের টিমের জৈন্তাপুর উপজেলা একমাত্র শ্রীপুর পাথর কোয়ারী পরিদর্শন করেন। বন্ধ শ্রীপুর পাথর কোয়ারী হতে পাথর লুটের দৃশ্য পরিলক্ষিত।
জৈন্তাপুর উপজেলার একমাত্র শ্রীপুর পাথর কোয়ারী বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ৯টায় পরিদর্শন করে উচ্চ পর্যায়ের গঠিত প্রতিনিধিদলে সদস্য বাংলাদেশ জ¦ালনি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম-সচিব নায়েব আলী, বাংলাদেশ ভূতাত্তি¡ক জরিপ অধিদপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান। পরিদর্শন কালে সাথে আরও উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারব হোসেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ প্রমুখ ।
পরিদর্শন কালে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শ্রীপুর পাথর কোয়ারী গিয়ে পাথর কোয়ারী পরিদর্শন করেন এসময় স্বার্থনেষী পাথর খেকু মহল সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পাথর কোয়ারী হতে অবৈধ ভাবে পাথর উত্তোলনের দৃশ্য পরিলক্ষিত হয়। পরিদর্শন টিমের অনেকেই দৃশ্যগুলো ক্যামেরা বন্ধি করেত দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০