জাবেদ ভূঁইয়া
মিরসরাই প্রতিনিধি :
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উদ্দেগ্যে বারৈয়ারহাট চিনকির আস্তানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র/ছাত্রী এবং অভিবাদকদের নিয়ে সকাল ১০ টায় র্যালী এবং সমাবেশের আয়োজন করা হয়।
র্যালিটি স্কুল মাঠ থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম পুরাতন রোড দিয়ে বারৈয়ারহাট ট্রাফিক মোড় ঘুরে আবার স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন, জোরারগঞ্জ ট্রাফিক পুলিশ পরিদর্শক জাকির হোসেন,জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সিরাজুল ইসলাম, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ইনচার্জ সোহেল সরকার।
র্যালি শেষে স্কুল মাঠে চিনকির আস্তানার প্রধান শিক্ষকের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠানিত।
এতে বক্তারা "জীবনের আগে জীবিকা নয়,সড়ক দুর্ঘটনা আর নয়।"এই স্লোগানকে সামনে রেখে বলেন,বেঁচে থাকলে একজন মানুষ যেকোনো ভাবে জীবিকা অর্জন করতে পারবে।তাই সড়ক পারাপারের সময় অবশ্যই ফুট ওভারব্রিজ,জেব্রা ক্রসিং ব্যাবহার করে পারাপার হতে হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০