জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
১০ এপ্রিল রবিবার সকাল ১১টায় জৈন্তাপুর মডেল থানার আয়োজনে থানার কমপ্লেক্স এ সারাদেশের ন্যায় মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য গৃহ হস্তান্তর ভার্চুয়াল সভা অনুষ্টিত হয় ৷ সভায় জৈন্তাপুর মডেল থানাও যথারীতি সংযুক্ত হয়ে আনুষ্ঠানিক ভাবে ঘর হস্তান্তর করা হয় ৷
সভায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিপামনী দেবী, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, বিভিন্ন ইউনিয়ন হতে আগত ইউপি সদস্য বৃন্দ সহ সাংবাদিক গন উপস্থিত ছিলেন ৷ পরে প্রধান মন্ত্রীর ঘোষণার সাথে জৈন্তাপুর মডেল থানা পক্ষ হতে নির্মিত ঘর আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়৷