এম,এম রুহেল জৈন্তাপুর(সিলেট) প্রতিনিধি:
২৮ নভেম্বর সারাদেশের ন্যায় জৈন্তাপুর উপজেলার ৫টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে কে কত ভোট পেলেন। হেভীওয়েট নেতাদের ইউনিয়নে ২য় ও ৩য় স্থানে নৌকার প্রার্থীরা অবস্থান করায় উপজেলা জুড়ে চলছে আলোচনা-সমালোচন। নাম প্রকাশে অনিচ্ছুকরা বলছেন সাংগঠনিক কার্যক্রম শুধুমাত্র মন্ত্রীকেন্দ্রিক হওয়ায় নৌকার অবস্থান দিন দিন হ্রাস হচ্ছে।
২নম্বর জৈন্তাপুর ইউনিয়নে জাতীয়পাটি সমর্থীত সতন্ত্রপ্রার্থী ফখরুল ইসলাম (আনারস) প্রতীকে ৫৪৬৬ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী উপজেলা বিএনপির অন্যতম সদস্য সতন্ত্রপ্রার্থী মো. আলমগীর হোসেন (ঘোড়া) প্রতীকে ৩৭৪১ভোট পেয়েছেন। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আব্দুর রাজ্জাক রাজা (নৌকা) প্রতীকে ২৯৯০ভোট পেয়েছেন। ইউনিয়ন বিএনপির সভাপতি সতন্ত্রপ্রার্থী আব্দুল আহাদ (টেবিলফ্যান) প্রতীকে ১৫২৭ভোট পেয়েছেন। সতন্ত্রপ্রার্থী প্রবাসী হোসেন আহমদ (মটর সাইকেল) প্রতীকে ৩৪৫ভোট পেয়েছেন। জামায়ত সমর্থীত সতন্ত্রপ্রার্থী নুরুল ইসলাম (চশমা) প্রতীকে ১৫৯ভোট পেয়েছেন এবং আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল হাই কাইয়ুম (টেলিফোন) প্রতীকে ১৩৮ভোট পেয়েছেন।
৩নম্বর চারিকাটা ইউনিয়নে জাসদ সমর্থীত সতন্ত্রপ্রার্থী মো. সুলতান করিম (দুটিপাতা) প্রতীকে ৪৫৮২ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী উপজেলা বিএনপির অন্যতম সদস্য বর্তমান চেয়ারম্যান সতন্ত্রপ্রার্থী মো. শাহ আলম চৌধুরী তোফায়েল (অটোরিক্সা) ২১৯৩ভোট পেয়েছেন। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সিরাজুল ইসলাম (নৌকা) প্রতীকে ২১০৯ভোট পেয়েছেন। চারিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি, সতন্ত্রপ্রার্থী হেলাল উদ্দিন (চশমা) প্রতীকে ১৫৬৬ভোট পেয়েছেন। উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক, সতন্ত্রপ্রার্থী আলতাফ হোসেন বেলাল (ঘোড়া) প্রতীকে ৪২৩ভোট পেয়েছেন। বিএনপি সমর্থীত সতন্ত্রপ্রার্থী দোলোয়ার হোসেন আজাদ (টেলিফোন) প্রর্তীকে ২৭৯ভোট পেয়েছেন। মুক্তিযোদ্ধা সন্তান, সতন্ত্রপ্রার্থী আফজাল হোসেন (মটরসাইকেল) প্রতীকে ৮৮ভোট পেয়েছেন এবং সতন্ত্রপ্রার্থী বদরুল ইসলাম (আনারস) প্রতীকে ৮৩ভোট পেয়েছেন।
৪নম্বর দরবস্ত ইউনিয়নে সাবেক ছাত্রদলের সভাপতি, বর্তমান চেয়ারম্যান, সতন্ত্রপ্রার্থী বাহারুল আলম বাহার (আনারস) প্রতীকে ১০১১১ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী উপজেলা উপজেলা আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোহাম্মদ কুতুব উদ্দিন (নৌকা) প্রতীকে ৭১৩৯ভোট পেয়েছেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনিত প্রার্থী মো. মাসউদ আযহার (খেজুরগাছ) প্রতীকে ২৪৬১ভোট পেয়েছেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী জসিম উদ্দিন সিকদার (হাতপাখা) প্রতীকে ২৬৯ভোট পেয়েছেন এবং বিএনপি সমর্থীত সতন্ত্রপ্রার্থী খায়রুল আমিন (ঘোড়া) প্রতীকে ২২২ভোট পেয়েছেন।
৫নম্বর ফতেপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত ও ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রফিক আহমদ (নৌকা) প্রতীকে ৭৬৯৪ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, বর্তমান চেয়ারম্যান, সতন্ত্রপ্রার্থী মো. আব্দুর রশিদ (ঘোড়া) প্রতীকে ৪৯৬৩ভোট পেয়েছেন এবং সতন্ত্রপ্রার্থী তাফাজ্জল হোসাইন (আনারস) প্রতীকে ১২৯ভোট পেয়েছেন।
৬নম্বর চিকনাগুল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী (নৌকা) প্রতীকে ২৭৩৮ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব উপজেলা বিএনপির আহবায়ক, সতন্ত্রপ্রার্থী মো. আবু জাকারিয়া (চশমা) প্রতীকে ২৬৬৫ভোট পেয়েছেন। সতন্ত্রপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম (আনারস) প্রতীকে ২৩৫৯ভোট পেয়েছেন। সতন্ত্রপ্রার্থী মো. আব্দুল মুছাববীর (মটরসাইকেল) প্রতীকে ১২৬০ভোট পেয়েছেন। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিদ্রোহী প্রার্থী আমিনুর রশিদ (দুটিপাতা) ১০৯৫ভোট পেয়েছেন। সতন্ত্রপ্রার্থী ফয়জুল হাছান (ঘোড়া) প্রতীকে ১০১৮ভোট পেয়েছেন। সতন্ত্রপ্রার্থী ফয়সল আহমদ (হাতপাখা) প্রতীকে ৪৪৮ভোট পেয়েছেন। সতন্ত্রপ্রার্থী সরওয়ার রহিম চৌধুরী (অটোরিক্সা) প্রতীকে ৪৪৩ভোট পেয়েছেন এবং জাতীয়পাটি মনোনিত প্রার্থী মো. জালাল আহমদ (লাঙ্গল) প্রতীকে ১৬৯ভোট পেয়েছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এম.পি ও উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী সাধারণ সম্পাদক এম.লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এখলাছুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজার নিজ ইউনিয়নে নৌকার তৃতীয় অবস্থান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি কমাল আহমদের নিজ ইউনিয়নে নৌকার প্রার্থী দ্বিতীয় স্থানে অবস্থান করায় সাংগঠনিক কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠে। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক নেতারা বলেন শুধুমাত্র মন্ত্রী উপজেলায় আসলে উনাকে সম্মান জানাতে আওয়ামীলীগ নেতাদের দেখা মিলে। কিন্তু উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠনের দীঘদিন পার হলেও এখন পর্যন্ত আওয়ামীলীগের একটি বর্ধিত সভা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০