ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জৈন্তাপুরে লাল শাপলা বিলে ফুটেছে রাশি রাশি শাপলা, দেখতে পর্যটকের ঢল।

প্রতিবেদক
admin
৩ ডিসেম্বর ২০১৯, ৪:০১ অপরাহ্ণ

Link Copied!

এম,এম,রুহেল জৈন্তাপুর সিলেট।

এমনিতেই প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি সিলেটর জৈন্তাপুর উপজেলা। সিলেটের উত্তর-পূর্বে অবস্থিত পান-পানি-নারী খ্যাত,পাহাড়,নদী,চা,বাগান বেষ্টিত জৈন্তাপুর উপজেলা। এ উপজেলা প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর। মেঘালয়ের সবুজ পাহাড়ের পাদ দেশ বেষ্টিত লাল শাপলার বিল নামে পরিচিত সারাদেশে ডিবির হাওর বিল। প্রকৃতি যেন এখানে আপন হাতে বিছিয়ে দিয়েছে শাপলার সৌন্দর্য পাহাড় বেষ্টিত বিলে।কে যেনো ঢেলে সাজিয়েছেন সৃষ্টির এক অপরুপে। তেমনি এক অপরূপ সৌন্দর্যের স্বাক্ষী লাল শাপলার রাজ্য; ডিবির হাওর শাপলা বিল।এক ঝলক দেখেই মন ভরে যায়।

সিলেট শহর হতে ডিবির হাওর শাপলা বিলের দূরত্ব ৪২ কিলোমিটার বাস ভাড়া ৪০ টাকা । জৈন্তাপুরে জৈন্তরাজ্যের এক রাজা বিজয় সিংহের স্মৃতিবিজড়িত ডিবির হাওর, ইয়াম, হরফকাটা কেন্দ্রী বিল সহ রয়েছে এখানে চারটি বিল। সেখানেই উত্তরে মেঘালয় পাহাড় আর বিলের পশ্চিম উত্তরে বিলের পাড়েই রাজা বিজয় সিং এর ঐতিহাসিক সমাধী এখানে বৃদ্ধমান।

৪টি বিলে প্রায় ৯ শত একর ভ’মিতে প্রাকৃতিক ভাবে লাল শাপলার জন্ম। বিলগুলোকে কেন্দ্র করেই নাম করা হয়েছে ডিবির হাওর শাপলা বিল।

বিজয় সিংহের বিলগুলো শাপলার সিজনে শাপলার রাজ্যে রুপ নেয়। বিলে ফুটে থাকে অজস্র লাল শাপলা, এবার বেতিক্রম সাদা শাপলার দেখা মিলছে।এই বিলে লতা-পাতা-গুল্মে ভরা বিলের পানিতে শত-হাজারো লাল শাপলা।

শীতের আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতি যেনো নিজ হাতে সাজিয়ে তুলে লাল শাপলার ডিবির হাওরকে।বিলে দেখে মিলে বিলুপ্ত প্রজাতির পাখির অনাঘোনা।চোখ জুড়ানো মন ভূলানো লাখ লাখ শাপলায় ছেয়ে থাকা ডিবির হাওর।দেশে অবশ্য শাপলার বিলের অভাব নেই৷ তবে যারা ঘুরতে পছন্দ করেন তাদের কাছে দেশের মধ্যে অন্যতম শাপলা আর পাহাড় ঘেষা বিল দেখার জন্য জৈন্তাপুরের শাপলা বিল পছন্দের মধ্য মনি কুটায়।

শাপলা বিল দেখতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক ঝাকঁ ছাএের সাথে দেখা মিলে এই বিলে। তারা জানায় বিভিন্ন অনলাইন পএিকার দেখছি জৈন্তার শাপলা বিলের সুনাম। আজ নিজ চুখে দেখে বিমহিত হলাম শাপলা বিল ।

ঢাকা সিটি কলেজ’র এক জুগল জুটি জানায় তারা কয়েক দিন পূর্বে একটি অনলাইন পএিকায় শাপলা বিলের নাম শুনে সেখানে এসে মুগ্ধ হয়েছেন।

জায়গাটা ঠিক বাংলাদেশ-ভারতে একেবারে পাশেই ভারতে মেঘালয় সীমান্ত। তাই মেঘালয়ের পাহাড়গুলো যায়গাটার সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছে বহুগুন। এখানেই ডিবির হাওর নিজেকে আলাদা করেছে অন্য বিলের চেয়ে। ডিবির হাওরে শাপলা থাকে মোটামুটি ৩/৪ মাস।

নভেম্বর থেকে জানুয়ারি গেলেই দেখা মিলবে এই বিলের অপরূপ সৌন্দর্য্যের। তবে এজন্য যেতে হবে একদম সকাল ।বেলা বাড়তেই শাপলার গায়ে সূর্যের কিরণ পড়লে আস্তে আস্তে ফুলগুলোর পাপড়ি বন্ধ হয়ে যায়। মোটামুটি ভোর ৬ টা হতে ৯.৩০ এর মধ্যে গেলে জাগ্রত শাপলার দেখা মিলবে। হাওরে নৌকায় ঘুরতে পারবেন এই বিলে। ভাড়া প্রতি নৌকা ঘন্টায় ৩০০ টাকা। এই ভাড়া উপজেলা প্রশাসন থেকে নির্ধারন করে দেয়া। মাঝারি সাইজের এক নৌকায় ৭/৮ জন উঠা যায় অনায়াসেই।

ইতিহাস হতে জানা যায়, ব্রিটিশ শাসিত ভারত উপমহাদেশের শেষ স্বাধীন রাজ্য ছিল জৈন্তিয়া। শ্রীহট্ট তথা ভারত বর্ষের অধিকাংশ এলাকা যখন মোগল সার্মাজ্যভ’ক্ত ছিলো, তখনও জৈন্তিয়া তার পৃথক ঐতিহ্য রক্ষা করে আসছিল। প্রায় ৩৫ বছর স্বাধীন রাজ্য হিসাবে পরিচালিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ মহাভারত এবং রামায়নে জৈন্তিয়া রাজ্যের কথা বিশেষ ভাবে উল্লেখ্য রয়েছে। ১৭৯০ খ্রিষ্টাব্দ রাজা বিজয় সিংহের শাসনকালে জৈন্তিয়ায় খনিজ সম্পদে ভরপুর ছিল বর্তমানে ও রয়েছে। রাজা বিজয় সিংহ ১৭৭৮ সালে সারিঘাট ঢুপি গ্রামে রামেশ্বর শিব মন্দির স্থাপন করেন।

১৮৩৫ সালের ১৬ মার্চ হ্যারিনামক ইংরেজ রাজেন্দ্র সিংহকে কৌশলে বন্ধি করে মূল্যবান সম্পদ লুঠ করে নেয়।

ডিবির হাওড়ে যে মন্দিরটি দেখা যায়, কেউ কেউ এটাকে রাজা বিজয় সিংহের স্মৃতি বিজড়িত সমাধী স্থল বলে থাকেন। আবার কেউ বলেন জৈন্তা রাজ্যের এক রাজাকে এ হাওরে ডুবিয়ে মারা হয়েছিল। সেই স্মৃতিতেই নির্মিত দুইশত বছরের পুরাতন এ মন্দিরটি; যা এখন জরাজীর্ণ বলে জানা যায়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকতা মৌরিন করিম প্রতিবেদক কে জানান শাপলা বিলের সৌন্দর্য রক্ষায় আমরা বিলের লীজ মুক্ত রেখেছি।এবং পর্যটকের সুবিধার্থে এখানে রাস্তা উন্নয়ন ও ওয়াচ টাওয়ার নির্মাণ কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য এই বিল বিগত দিনে লিজ নিয়ে মাছ চাষের কারণে ডিবির হাওরের শাপলা বিল গত দুই বছর ছিলো শিকারীর দখলে। এবার এই লিজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন

মাদারীপুর বাবু চৌধুরী ক্লিনিকের ওয়াশরুমে নবজাতক মেয়ে শিশুর জন্ম দিয়ে পালিয়ে গেলেন অজ্ঞাত মা

হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর কি বললেন জামায়াত আমীর?

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

কাপাসিয়ায় গাছ কেটে অবৈধভাবে কয়লা তৈরি করার দু’টি চুল্লী ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

রাউজানের ডাবুয়ায় খালেদা জিয়ার সুস্থতার জন্যে খতমে কুরআন ও দো’য়া মাহ’ফিল

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

২০২৪-২৫ সেশনের ক্লাস শুরু এবং ৫ দফা দাবি ইডেন শিক্ষার্থীদের

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

চকরিয়ায় স্বামীর নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দোয়ারাবাজারে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

১১ পেজ ও আইডির বিরুদ্ধে ডিবি কার্যালয়ে মামলা করলেন সাদিক কায়েম