ঘনঘন লোডশেডিং আর বিদ্যূৎ এর ভেলকিবাজির নাম সিলেট পল্লীবিদ্যুৎ -২। জৈন্তাপুর উপজেলার আওতাধীন এলাকা পল্লীবিদ্যুৎ সদর দপ্তরে ঘনঘন লোডসেডিং ও ভেলকিবাজিতে ভিরক্ত গ্রাহক সেবা। রাত দিন সমান তালেপ চলে বিদ্যুৎ ভিভ্রাট আর রাতে চলে লোডশেডিং। সোমবার রাত ১২. ১০ মিনিটে বিদ্যুৎ চলে যায় আসে রাত ১ টায়। এর রকম দিনে রাতে সমান তালে চলে লোডশেডিং ও বিদ্যুৎ ভিভ্রাট ২৪ ঘন্টায় বিদ্যুৎ থাকে ১২/১৪ ঘন্টা।এতে ব্যপসাহ গরমে অতিষ্ঠ জন জীবন,বাড়ছে রোগবালাই গরমে শিশুর কান্নায় আকাশ পাতাল ভারি।ব্যহত হচ্ছে কলকারখানার কাজ
অফিস আদাল ব্যবসা প্রতিষ্টানে গ্রাহকরা পাচ্ছে না প্রয়োজনীয় সুবিদা।
এ ব্যাপারে সিলেট পল্লীবিদ্যুৎ-২ এর জিএম সন্জীব কুমার দেবনাথ এর সাথে কথা বললে তার কাছ থেকে পাওয়া যায় নি এ অশু সমাধান।তিনি বলেন কোন লোডশেডিং নেই।একটু লাইন মেরামত হয়।রাতে ও কি লাইনে কাজ চলে!এতে যে কোন সময় গ্রাহকের ধর্যের বাধঁ ভেঙ্গে যেতে পারে বলে জানান অতিষ্ট গ্রাহক গন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০