ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জৈন্তাপুরে গমের বাম্পার ফলন,কৃষকের মুখে হাসিঁর ঝিলিক।

প্রতিবেদক
নিউজ এডিটর
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ণ

Link Copied!

এম,এম,রুহেল জৈন্তাপুর।

সিলেটের জৈন্তাপুরে নতুন ভাবে গম উৎপাদনে উৎসাহী হয়েছে কৃষক। চলতি বছরে গমের বাম্পার ফলন হয়েছে কয়েকজন কৃষকের। ছাড়িয়ে গেছে গম চাষের নির্ধারিত লক্ষ্য মাত্রা ও দিগন্ত জোড়া মাঠে সবুজের সমারোহ শেষে ফাল্গুনী বাতাসে বিস্তৃত ফসলের মাঠ টেউ খেলছে গমের সবুজ শীষ। আর এতে লাভের আশায় স্বপ্ন বুনছেন জৈন্তাপুরের গম চাষী কৃষক। ধান কেটে নিয়ে গম চাষের সুযোগ থাকায় এবং বর্তমানে ধানের দাম ভালো পাওয়ায় কৃষকরা এখন গম চাষে ঝুঁকেছেন। করোনা,বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষক নতুন উদ্ভাবিত ফসলের সন্ধান করে গম চাষে উদ্যোগী হয়েছে জৈন্তাপুর উপজেলায়।এ বছর অনাবৃষি ও খরারা মধ্যে ও তারা গমের আশানুরোপ ফলাফলে সন্তুুষ্ট।উপজেলার দরবস্ত ইউনিয়নের নিজাম উদ্দীন,নাজিম উদ্দীন,আমজাদ আলী, সালেহ আহমদ সহ কয়েক জন জানান বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আমরা গমের চাষাবাদ করে ভালো ফলন পাবো বলে আশা রাখি।১ বিগা প্রতি ২০ মন গমের ফলন হবে বলে জানান কৃষক আমজাদ হোসেন।

উপজেলা কৃষি অফিসার মোছাঃ শামীমা আক্তার জানান জৈন্তাপুর উপজেলায় ১ বছর একশো বিগার মত গম চাষাবাদ ও প্রদর্শনী দেওয়া হয়েছে।কৃষককে বীজ, সার ও আর্থিক প্রণোদনা দিয়ে যাচ্ছে সরকার। উপ-সহকারী কৃষি কর্ম কর্তা অরুনাংশ দাস জানান, চলতি মৌসুমে উপজেলায় ১শ বিগা জমিতে গম চাষ হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় কৃষি প্রণোদনার আওতায় প্রতি জন কৃষককে ২০ কেজি উন্নত জাতে গম বীজ এবং ১০ কেজি করে ডিএপি, এমওপি সার দেয়া হয়েছে।

উপজেলার খলা গ্রামের কৃষক আমজাদ আলী বলেন গম চাষে খরচ কম। ভাল দাম ও ফলন ভাল হওয়ায় তিনি দুই বিঘা জমিতে গম চাষ করেছেন। গমের কোন কিছু ফেলতে হয়না। গম বিক্রির পর গমের খড় গো খাদ্য হিসাবে ব্যবহার করা যায় এবং জমির উর্ভরা শক্তি নষ্ট হয় না।

উপজেলা কৃষি অফিসার আরো জানান গম চাষের লক্ষ্য মাত্রা অর্জন করতে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের নানা ভাবে পরামর্শ দেয়া হয়েছে। অন্য ফসলের তুলনায় গম চাষের খরচ কম। দাম ভালো পাওয়ায় গম চাষে কৃষক দের আগ্রহ বেড়েছে।

257 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা