হুমায়ুন কবির স্টাফ রিপোর্টার(কক্সবাজার):
কক্সবাজারের পেকুয়া উপজেলা মগনামা ইউনিয়নের দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ইং উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই(সোমবার) দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। এই ফ্রী মেডিকেল ক্যাম্পে হতদরিদ্র বিভিন্ন পেশার মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন এবং তাদের ফ্রী ওষুধ দেওয়া হয়েছে।
চিকিৎসা সেবা নিতে আসা রমিজ উদ্দিন(৭৫) বলেন:আমার হার্টের সমস্যা আছে,আমাকে দেখছে আর কিছু ওষুধ ফ্রী দিছে।
চিকিৎসা সেবা নিতে আসা মাগনামা কালরাপাড়ার রেহেনা বেগম(৪৫) বলেন: দুপুর থেকে এসেছি। অনেকক্ষণ লাইনে দাঁড়ার পর এখন ডাক্তার দেখছে, ফ্রী কিছু ওষুধ দিছে।আর কিছু ওষুধ বাহির থেকে নিতে বলছে।
চিকিৎসা সেবা নিতে আসা তসলিমা বেগম(৩৫)বলেন: আমার ৪ বছরের বাচ্চাকে দেখার জন্য এসেছি,এলার্জি সমস্যা। ডাক্তার দেখেছে ওষুধ ও শরীরে লাগনোর জন্য মলম দিছে।
এই বিষয়ে বানৌযা সার্জন লেফটেন্যান্ট কমান্ডার এনামুর রহমান বলেন: স্হানীয় জনগণের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
জুলাই পুনর্জাগরণ ২৫ইং উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থানে গরীব অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ ক্যাম্পইন শুরু করছে,এর ধারাবাহিকতাই স্হানীয় জনগণের সাথে কমিনমেন্টের অংশ হিসেবে পেকুয়া দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের এই হেল্প ক্যাম্প আয়োজন করেছি, ভবিষ্যতে স্হানীয় জনগণের সহায়তায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।