সাঈদী আকবর ফয়সালঃ চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন হাবিবুল হক। তিনি কর্মস্থলে যোগদানের পর থেকে পাহাড়ি বনভূমি রক্ষা, অবৈধ দখলদারদের বন থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বন সম্পদ রক্ষায় সরকারি দায়িত্ব পালন করেছেন।
১৫ জানুয়ারি (বুধবার) তারুণ্যের উৎসব উপলক্ষে বন ও পরিবেশ রক্ষায় মুক্ত আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা ও পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পেকুয়া উপজেলা শাখা কর্তৃক বন,পাহাড় ও জীববৈচিত্র্য রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে ভুমিকা রাখায়, বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হককে সম্মাননা স্মারকে ভূষিত হয়েছেন।