ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ

Link Copied!

জামালপুর প্রতিনিধি: আশরাফুর রহমান রাহাত

জামালপুর  প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই এর সাংবাদিক হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও যথাযথ প্রতিকারের দাবিতে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

 রোববার দুপুরে জামালপুর প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকরা এ স্মারকলিপি প্রদান করেন। 

 স্মারকলিপি প্রদানের সময় জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত এর সমাধান করবেন বলে আশ্বাস দেন। 

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ,  দৈনিক সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, বাংলার চিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম,  জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শওকত জামান, দৈনিক আলোচিত জামালপুরের নিবাহী সম্পাদক সাযযাদ আনসারী, বাংলার চিঠি ডটকমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন মুক্তাসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, সদস্য ও কর্মরত সাংবাদিকবৃন্দ। 

 এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান,  কোষাধ্যক্ষ কাফি পারভেজ,  দৈনিক সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান,  জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক আলোচিত জামালপুর এর নিবাহী সম্পাদক সাযযাদ আনসারী   প্রমূখ।

বক্তারা বলেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাকে সামাজিক ভাবে হেয়পতিপন্ন করতেই ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ অপপ্রয়াসের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা এবং  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। 

উল্লেখ্য, ৫ আগস্ট বিগত আওয়ামী লীগ দলীয় শেখ হাসিনার সরকারের পতনের পরও মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক   ও দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী সাইদুল ইসলাম শিপন। তিনি তার স্ত্রী সামসুন্নাহার সুমাইয়াকে দিয়ে গত ২৪ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধে হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে মেলান্দহ থানায়  দ্রুত বিচার আইনে  মিথ্যা বানোয়াট উদ্দেশ্যমূলক ভাবে একটি মামলা দায়ের করেন। সাইদুল ইসলাম শিপন উপজেলার কুলিয়া ইউনিয়নের সিঁড়িঘাট, তেঘুরিয়া এলাকার আজিজুল হক বাগু’র ছেলে। শিপন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় ত্রাসের রাম রাজত্ব কয়েম করেন। শিপনের ভয়ে এলাকার লোকজন তার অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পায়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার সকল অপকর্ম ঢাকতে এবং তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে এ মিথ্যা একটি মামলা দায়ের করেন।

271 Views

আরও পড়ুন

নাসির উদ্দিন সাথীর অপকর্ম এবং মাই টিভি চ্যানেল দখল

তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় ‘জুলাই’ বিরোধী মন্তব্য: অষ্টম শ্রেণির ছাত্রকে মারধর, উত্তপ্ত পরিস্থিতি

চকরিয়ায় বনভূমিতে তৈরিকৃত সেমিপাকা ঘর গুঁড়িয়ে দিয়েছে বন বিভাগ

শান্তিগঞ্জে ৬ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ,সন্ধানে মানববন্ধন, প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

চকরিয়া উপজেলা পরিষদ কম্পাউন্ডে শোভা বর্ধনে নান্দনিক উদ্যোগ

চকরিয়ায় হাইওয়ে পুলিশের উদ্যেগে সচেতনতামূলক কর্মশালা

অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার চকরিয়াতে

চকরিয়া থানা পুলিশের অভিযানে আসামী গ্রেফতার- ৫

শেখ হাসিনাকে‘পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী’ বলে আখ্যায়িত ভারতীয় মিডিয়ার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মধ্যনগর উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদার

এম এ মান্নানের ভ্যানগার্ড নুর হোসেন কারাগারে

দোয়ারাবাজার সীমান্তে ৪ বাংলাদেশি নাগরিকসহ ২ মানব পাচারকারী আটক