রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ১২ কেজি গাঁজা,২ লিটার চোলাই মদ, চাপাতি ও চাইনিজ রিংসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
গত সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ২৬ বীর ইউনিটের ক্যাপ্টেন অর্ণব কবির পাপনের নেতৃত্বে উপজেলার পিংনা ইউনিয়নের কান্দারপাড়া ও পিংনা এলাকায় এ অভিযান চলে।
মঙ্গলবার (২৭মে) সকালে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন কান্দারপাড়া গ্রামের মৃত সুমন শেখের ছেলে চান মিয়া (৭০),মৃত গাজী রহমানের ছেলে ফরহাদ (৪৮),পিংনা গ্রামের শুভর ছেলে তনু তালুকদার (৩০),অন্তর (২৫)সহ মিজানুর রহমানের ছেলে নাঈমুর রহমান (১৮)।
এব্যাপারে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম বলেন,আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।