আশরাফুর রহমান রাহাত/ জামালপুর প্রতিনিধিঃ
গত ২০ এপ্রিল পুলিশ লাইন্স জামালপুরে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে ফেব্রুয়ারি-২০২২ এর জামালপুর জেলা হতে লোক নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা গ্রহণ করেন জামালপুর জেলার পুলিশ সুপার ও সভাপতি, ট্রেইনি রিক্রুক কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ড জামালপুর নাছির উদ্দিন আহমেদ ও নিয়োগ বোর্ডের অন্য দুই সদস্য মোঃ সাইদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার, বারহাট্টা সার্কেল,নেত্রকোণা মাহফুজা খাতুন,অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল,ময়মনসিংহ।
পরবর্তীতে রাত ২২.০০ ঘটিকায় বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে জামালপুর জেলার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি ।
পুলিশ সুপার উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমরা নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে এই টিআরসি নিয়োগ প্রক্রিয়াটি শেষ করেছি।
এখানে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছে। একই সাথে তিনি চূড়ান্ত ফলাফলে যেসকল প্রার্থী অকৃতকার্য হয়েছে তাদের পরবর্তীতে আবার প্রস্তুতি নিতে আহবান করেন।
সময় আরো উপস্থিত ছিলেন রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল,জামালপুরসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০