জামালপুর প্রতিনিধঃ আশরাফুর রহমান রাহাত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যােগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুধর্ব-১৭) ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে জামালপুর জিলা স্কুল মাঠে উপজলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুধর্ব-১৭) এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ফুটবল টুর্নামেন্ট (অনুধর্ব-১৭)এর উদ্বোধন করেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ও জামালপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জামালপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরে আলম জিকু প্রমুখ।
অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুধর্ব-১৭) খেলায় জামালপুর সদর উপজেলা ১৫টি ইউনিয়নের ১৫টি দল এই খেলায় অংশ গ্রহণ করবে।
জামালপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কতৃপক্ষ সুত্রে জানাযায় আগামী ২০মে শুক্রবার বিকেলে জিলা স্কুল মাঠে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী ফুটবল খেলায় ৫নং ইটাইল ইউনিয়ন বনাম ২নং শরিফপুর ইউনিয়ন অংশ গ্রহণ করেন। খেলায় শরিফপুর ইউনিয়ন ৪-০ গোলে ইটাইল ইউনিয়নকে পরাজিত করে।
খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন জামালপুর রেফারি এসোসিয়েশনের সদস্য বাবুল হোসেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০