ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জামালপুরে নিরীহ পরিবারের অন্যায়ভাবে বসতভিটা উচ্ছেদ করার অভিযোগে সংবাদ সস্মেলন

প্রতিবেদক
admin
২২ অক্টোবর ২০১৯, ১:৩৩ পূর্বাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ,জামালপুর ঃ

জামালপুর জেলা আ’লীগের কতিপয় শীর্ষ নেতার বিরুদ্ধে সদর উপজেলার বামনপাড়া গ্রামের নিরীহ কৃষক নুরুল ইসলামের পরিবারকে অন্যায়ভাবে নিজ বসতভিটা থেকে উচ্ছেদ করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে রবিবার দুপরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিরীহ কৃষক নুরুল ইসলামের কন্যা চায়না আক্তার লিখিত বক্তব্য পাঠে জানান, জামালপুর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপির কেয়ার টেকার শাহীন মিয়া ও জেলা আ’লীগের সদস্য সরোয়ার হোসেন শান্ত গত ১০ মে কৃষক নুরুল ইসলামের বাড়ীতে গিয়ে তাদেরকে নিজ বাড়ীঘর ছেড়ে অন্যত্র সরে যেতে হুমকি দিয়েছেন এবং বাড়ীটি তারা ক্রয় করেছেন বলেও জানান। এ হুমকির পর কৃষক নুরুল ইসলাম ওইদিনই জামালপুর সদর থানায় একটি অভিযোগ দাখিল করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা আরো জানান, জামালপুর সদর থানার ওসি উভয় পক্ষের কাগজ পত্র যাচাই বাছাই করে কৃষক নুরুল ইসলামের জমির কাগজপত্র সঠিক পেয়ে প্রতিপক্ষকে ওই জমিতে যেতে নিষেধ করেছিলেন। এরপরও সরকার দলীয় প্রভাব খাটিয়ে জামালপুর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও জেলা আ’লীগের সদস্য সরোয়ার হোসেন শান্ত ওই জমি ও বসতভিটা জবর দখলের জন্য স্থানীয় সন্ত্র্রাসী লেলিয়ে দিয়েছেন। এরই জেরধরে জেলা আ’লীগের ওইসব শীর্ষ নেতাদের উপস্থিতিতেই গত শনিবার দুপুরে স্থানীয় একদল সন্ত্রাসী কৃষক নুরুল ইসলামের বাড়ীতে হামলা চালায়। ওই সময় সন্ত্রাসীরা কৃষক নুরুল ইসলামের ১৫ শতাংশের বৈধ জমিসহ বসতভিটা জবর দখল করে নেয় এবং নিরীহ কৃষক নুরুল ইসলামের পরিবারের সকলকে অন্যায়ভাবে নিজ বাড়ী থেকে তাড়িয়ে দেয়।
এব্যপারে নিরীহ কৃষক নুরুল ইসলাম জানান, তিনি জামালপুরের জেলা প্রশাসক এবং জামালপুর সদর থানার ওসির নিকট লিখিত অভিযোগ দাখিল করেও কোন প্রতিকার পাননি। ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কৃষক নুরুল ইসলাম, চায়না আক্তার, নুরেজা বেগম, মৌলুদা বেগম প্রমুখ। এ সংবাদ সম্মেলনে জামালপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত অন্তত: ২০জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ