ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জামালপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষকসহ নিহত ৩

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৫ অক্টোবর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ

জামালপুরে ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষক ও ইজিবাইক চালকসহ তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৬টায় জামালপুর পৌর শহরের বেলটিয়া টিউবওয়েল পাড় মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন— বেলটিয়া কামিল মাদরাসা সহকারি শিক্ষক মাও. মোস্তাফিজুর রহমান (৫৫), মেলান্দহ উপজেলার কাপাশহাটিয়া এলাকার ইজিবাইক চালক রোকন মাহমুদ (৪৫) ও একই উপজেলার শেখ সাদী এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আব্দুল মালেক (৫২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টিউবওয়েলপাড় মোড়ে জামালপুরগামী একটি ট্রাক যাত্রীবাহী ইজিবাইককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে ও চাপা পড়ে ঘটনাস্থলেই চালক রোকন মাহমুদ মারা যান। ইজিবাইকে থাকা চারজন যাত্রীর মধ্যে তিনজন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পরে অবস্থার অবনতি হওয়ায় বেলটিয়া মাদরাসার শিক্ষক মাও. মোস্তাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যেই তিনি মারা যান। এছাড়া জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক সকাল ১১টার দিকে মৃত্যুবরণ করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল আতিক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি এবং চালককেও আটক করা যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।