স্টাফ রিপোর্টারঃ
জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ শে মার্চ) সিলেট নগরীর হাউজিং এস্টেট গেইটে দুইশত দুস্ত ও পথচারীদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হয়।
জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শাহীন আলমের সঞ্চালনায় ইফতার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি কবি ও সাংবাদিক সিদ্দিক আহমেদ।
আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছর আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক বিকাল বার্তার সিলেট ব্যুরো চীফ আবদুল আলীম রানা, জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ চৌধুরী মোহাম্মদ হিসান ফেরদৌস, জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মকসুদ আহমদ চৌধুরী, মোস্তফা মারুফ রাজু, মোরসালিন আহমেদ হামিম,মাহফুজ,বুলবুল প্রমুখ।