জাবেদুল আনোয়ার :
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ভিশন বিডির ৪র্থ বর্ষপূর্তিতে কক্সবাজারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫ টায় শহরের একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জাবেদুল আনোয়ারের সভাপতিত্বে কক্সবাজারের অনলাইন পএিকার প্রতিনিধি তানবিরুল আলম তাওসিফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ বাদী সংগঠন গ্রীন ভয়েসের কেন্দ্রিয় সহ সমন্বয়ক তরিকুল ইসলাম রাতুল,সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেলাল হোসেন,সাহেদুল ইসলাম সাহেদ, সামিউল ইসলাম সবুজ, আসাদুজ্জামান রিফন, হারুন রশিদ ।
এছাড়াও উপস্থিত ছিলেন,মানবাধিকারকর্মী সাদেক হোসাইন,সাইদি,রুখিয়া,রিংকি,পপি,শহিদ,সাইফু ইসলাম,নুরুল আমিন,ফাতেমা আক্তার, লিমা,মুহসেনা,রহিম প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক হিসেবে এলাকার অসহায় নির্যাতিত মানুষের কল্যাণে সব সময় নিরলসভাবে কাজ করে যাবে। আর বিগত চারটি বছরে অনলাইন নিউজ পোর্টাল নিউজ ভিশন কক্সবাজারের জনপদের মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরে ইতিমধ্যে জেলাবাসীর হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি এই ধারা সমুন্নত রেখে কক্সবাজারের কল্যাণে আরো ব্যাপক ভূমিক রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।