রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন ও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। এছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধনের মাসিক প্রমাপ অর্জনে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অধিকার করায় শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন তিনি।
রবিবার (২০ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও’র হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোছা:হাছিনা বেগম।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস,উপ পরিচালক (ভারপ্রাপ্ত)স্থানীয় সরকার এ.কে.এম আব্দুল্লাহ-বিন-রশিদ সহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ দিকে ইউএনও মোঃ তৌহিদুর রহমান জামালপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় ইসলামপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ইসলামপুর উপজেলায় যোগদানের পর থেকেই উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি। সকল কর্মকান্ডে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেছে।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি,সচিব,ইউপি সদস্য,মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী,গ্রাম পুলিশ,উদ্যোক্তাসহ সাধারণ মানুষের ঐকান্তিক সহযোগিতায় প্রতিটি কাজ করা সহজ হয়েছে। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি টিম লিডার হিসেবে কাজ করছি। শ্রেষ্ঠ ইউএনওর স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। এ অর্জন ইসলামপুর বাসী সকলের এই সাফল্য অর্জনে যারা পাশে থেকে সহায়তা করেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।