অলিউর রহমান,স্টাফ রিপোর্টার ছাতকঃ
ছাতকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শহরের ফুটপাত এবং সড়ক সংলগ্ন সওজ র ভুমি দখল মুক্ত করার কার্যক্রম চলছে। পৌরসভা কর্তৃক সড়কের উভয় পাশে ড্রেন নির্মাণের লক্ষ্যে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ১নং ব্রীজ হতে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত উচ্ছেদ অভিযানের পাশাপাশি শহরের ফুটপাত দখল মুক্ত করতে এ অভিযান পরিচালিত করা হচ্ছে।
রোববার সকাল থেকে বিকেলে পর্যন্ত ভ্রম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল। সোমবার আবারো উচ্ছেদ অভিযান কার্যক্রম চলবে বলে সংশ্রিষ্ট সুত্রে জানা গেছে। সকালে শহরের সিএনজি ষ্ট্যান্ড এলাকা থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত, পান হাটা, চাউল হাটা, কালীবাড়ী রোড ও সবজী বাজার এলাকা দখল মুক্ত কার্যক্রম পরিচালিত হয়। এসময় ছাতক পৌরসভার জামাল আহমদ, সওজ’র অফিস সহকারী আবুল কাসেম, ভুমি অফিসের সার্ভেয়ার শাহীন আহমদ, পৌরসভার সব্রত হালদারসহ পৌরসভার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০