স্টাফ রিপোর্টার:
ছাতকে গ্রীণ গোবিন্দগঞ্জ এর অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছ। মঙ্গলবার দুপুরে সিলেটস্থ সাংসদ মানিকের বাসায় এটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার মুহিবুর রহমান মানিক। গ্রীণ গোবিন্দগঞ্জ এর সদস্য মঞ্জুর আলমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রীণ গোবিন্দগঞ্জ এর পরিচালনা পরিষদের সদস্য বিষু দে, হাসান মাহমুদ বিরহাম, আবদুল্লাহ আল মোমিন, সুদীপ দাশ, বারীন্দ্র দেবনাথ, সাদিকুর রহমান, প্রিতম দাশ সৌরভ, টিএস তাসনিম, আতাউর রহমান সোহাগ, ছমির আলী প্রমূখ। এসময় ভিডিও কনফারেন্সে প্রবাস থেকে যুক্ত ছিলেন, গ্রীণ গোবিন্দগঞ্জ এর উদ্যোক্তা আবু মারুফ, কামাল আহমেদ ও চৌধুরী আবু সাদাত আল রাজী। অনুষ্ঠানে এমপি মানিক তার বক্তব্যে বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গ্রীণ গোবিন্দগঞ্জ নামের ব্যবসায়িক ওয়েবসাইটটির মাধ্যমে বৃহত্তর ছাতকবাসী উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।