ছাতক প্রতিনিধি::
ছাতকে গোবিন্দগঞ্জ ইসলামী সমাজ কল্যান পরিষদের উদ্দ্যোগ মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্টান ও আলোচনা সভায় অবশেষে পুলিশ বন্ধ করে দিয়েছে। গত শুত্রবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন বালু মাঠে অনুষ্টিত হামদে বারী তা’লা নাতে রাসুল (সঃ) মনোমুগগ্ধকর প্রদর্শনী চলাকালি অবস্থায় বন্ধ করে দেয়ার এঘটনা ঘটে। হাজারো শ্রেুাতাদের উপস্থিতিতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্টানে কাযত্রুম স্থগিত ঘোষনা করেন মাওলানা আব্দুস সালাম আল-মাদানী।ইসলামী সাংস্কতিক অনুষ্টান বন্ধ করার ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
আয়োজনকারিরা জানায়.উপজেলা প্রশাসনকে অবগত করে ও লিখিত আবেদন করেও ইসলামী সাংস্কৃতিক অনুষ্টান করতে পারেনি গোবিন্দগঞ্জ ইসলামী সমাজ কল্যান পরিষদ। এ অনুষ্টানে অতিথি আ’লীগ.জাপার.সমাজসেবক.আইনজীবি.সাংবাদিকসহ এলাকার গন্যমান্যবক্তিবর্গ ছিলেন। এ অনুষ্টানে ইসলামী সাংস্কৃতিক অনুষ্টানে সিলেট সুনামগঞ্জ ঢাকা থেকে খ্যাতিমান গীতিকার সুরকার ও শিশুশিল্পীরা আগমন ঘটেছিল। তাদের এক নজরে দেখতে জনতার গনজোয়ার নেমে আসার আগে পুলিশের বাঁধার অনুষ্টান করতে পারেনি আয়োজনকারীরা। এলাকাবাসি গন্যমান্যব্যক্তিরা পুলিশকে অনুরোধ করে ইসলামী সাংস্কৃতিক রাত ১০টা পযন্ত বিনা ব্যানারের চলার অনুরোধ করে ও এর সুরাহা পায়নি। অবশেষে এলাকাবাসি অনুরোধ না মেনে পুলিশের বাঁধা মধ্যে ইসলামী সাংস্কৃতিক অনুষ্টান বন্ধ করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০