ঢাকাশনিবার , ১৮ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চুনতির ১৯ দিনব্যাপী সীরাত মাহফিল শুরু ২৭ সেপ্টেম্বর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩, ২:৫৫ অপরাহ্ণ

Link Copied!

সাড়ে ৪ কোটি টাকার বাজেট

সাত্তার সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম), প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক সীরতুন্নবী (স.) মাহফিল ২৭ সেপ্টেম্বর থেকে শুরু করার প্রস্তুতি সম্পন্ন করেছে মাহফিল মোতোয়াল্লী কমিটি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সীরত মাহফিলের স্থায়ী কার্যালয়ে লোহাগাড়ায় কর্মরত সাংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন মতোয়াল্লী কমিটি।

সীরতুন্নবী (সঃ) মাহফিলের মিডিয়া ও প্রচার উপ-কমিটির সদস্য সচিব যাহেদুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মতোয়াল্লী কমিটির সভাপতি শাহযাদা মাওলানা হাফিজুল ইসলাম মু. আবুল কালাম।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মোতোয়াল্লী কমিটির যুগ্ম সম্পাদক ইসমাঈল মানিক, তোলাবায়ে সাবেকিন সাধারণ সম্পাদক অলিউদ্দিন মোহাম্মদ, মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও দেশব্যাপী উপ- কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা আবদুল মালেক মু. ইবনে দিনার নাজাত, চুনতি সমাজ কল্যাণ সম্পাদক মিনহাজুল আবরার , কশশাফুল হক শেহজাদ, মিডিয়া ও প্রচার কমিটির তত্ত্বাবধায়ক শাহজাদা তৈয়বুল হক বেদার, কাজি আরিফুল ইসলাম।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য এবাদুর রহমান, জুলফিকার আবরার, কাজী আরিফুল ইসলাম, সাদুর রহমান, মোহাম্মদ আলম, খালেদ দেওয়ান, মো. আব্দুল মান্নানসহ লোহাগাড়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও দেশব্যাপী উপ- কমিটির প্রধান সমন্বয়ক শাহাজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার মু. নাজাত বলেন, এবারের মাহফিলের বাজেট ৪ কোটি ৫০ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপ-কমিটি গঠন করে দেশের বিভিন্ন স্থানে হাজারের অধিক উপ- কমিটির সাথে মতবিনিময় করা হয়েছে।

১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স.) এ আগত মেহমানদের নিরাপত্তার স্বার্থে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বলেও জানান তিনি।
এই পবিত্র ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স.) আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে কর্মরত সাংবাদিদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে দেশ ও জাতির কল্যাণে মুনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়।

উল্লেখ্যঃ প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ: আ:) ইসলাম ধর্ম ব্যাপক প্রচারের লক্ষ্যে রসুল (স.)-এর শানে এ মাহফিল ১৯৭২ খিস্টাব্দে প্রবর্তন করেন। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৫৩তম সীরতুন্নবী (স.) মাহফিল আগামী ২৭ সেপ্টেম্বর উদ্বোধন এবং ১৫ অক্টোবর দিবাগত রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

186 Views

আরও পড়ুন

নাগরপুরে হেভিওয়েট প্রার্থী না থাকায় জমেনি উপজেলা নির্বাচন

“রাখে আল্লাহ, মারে কে” : নাইক্ষ্যংছড়ি ছালামী পাড়ায় মোটরসাইকেল মার্কার সমর্থনে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী তোফাইল

কবি ফিরোজ খানের কবিতা

নাইক্ষংছড়িতে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ !!

লোহাগাড়ার আজিজ কাতারে মারা গেলো স্ট্রোকে

যশোরে মেলার নামে চলছে সর্বনাশা লটারি!

গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা, স্বামী–শশুড়-শাশুড়ী পলাতক

নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম বহিষ্কার

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’

আদমদীঘিতে ভোট গ্রহনকারি কর্মকার্তদের প্রশিক্ষন উদ্বোধনী সভায় বগুড়া জেলা প্রশাসক

না ফেরার দেশে চলে গেলেন ইবির গণিত বিভাগের মেধাবী ছাত্রী সামিয়া

বোয়ালখালীতে আগুনে পুড়েছে ৩টি দোকান