ইয়াছিন আরাফাতঃ
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে লাঞ্চিত হলো কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর সালাউদ্দিন সেতু। (১ ফেব্রুয়ারী) বুধবার রাত সাড়ে ৭টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে তিনি এ লাঞ্চনার স্বীকার হয়।
লাঞ্চনার স্বীকার পৌর কাউন্সিলর সালাউদ্দিন সেতু জানান, বিড়ালের আঁচড়ের স্বীকার হয়ে চিকিৎসা সেবা নিতে হাসপাতালের জরুরী বিভাগে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিছবাহ, ও সহকারী চিকিৎসক নাজমুল তাকে অকত্য ভাষায় বকাবকি করে তাড়িয়ে দিলে তিনি বাহিরে এসে চিকিৎসা সেবা নেয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এই ঘটনার বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মমিনুর রহমান এর সাথে একাধিক বার যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ রাখার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০