চট্টগ্রাম প্রতিনিধিঃ
কর্ণফুলী উপজেলা স্টুডেস্ট’স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় এবং ২নং বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম দিদার এর সার্বিক সহযোগিতায় চবি ২০১৯-২০ইং সেশনে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের দূর্দশা লাঘবে সম্পুর্ণ ফ্রী বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন।
রোববার (২৭ অক্টোবর) সকালে বড়উঠানে ফিতা কেটে শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন করেন বড়উঠান চেয়ারম্যান। ফ্রি বাসগুলোতে শিক্ষার্থীরা তাদের পরীক্ষা কেন্দ্রে যেতে পারবেন বিনা ভাড়ায়।
উদ্বোধনকালে বড়উঠানের চেয়ারম্যান দিদারুল আলম জানান, ‘বিনা ভাড়ায় এসব বাসে করে কর্ণফুলী উপজেলা হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে। ফ্রি পরিবহন ব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম ও পানীয় সরবরাহ করা হয়েছে।
উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা এমন জনহিতকর উদ্যোগে চেয়ারম্যানের প্রশংসা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন সভাপতি কামরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক ছৈয়দ নঈম উদ্দীন।
জানা যায়, এবারও দুই শিফটে চবিতে পরীক্ষা গ্রহণ করা হবে। প্রথম দিন ‘বি’ ইউনিটে পরীক্ষা দিবে ৪২ হাজার ০৪ জন। প্রতি আসনের বিপরীতে গড়ে ভর্তির জন্য লড়ছে ৩৫ জন। ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৫ দিনের ভর্তি পরীক্ষার উভয় শিফটের সময় ও রোল এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে স্থান প্রকাশ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০