নিজস্ব প্রতিবেদক : মির্জা নাদিম
আগামী ১০ মে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগীয় 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা' শীর্ষক সমাবেশ সফল করার লক্ষ্যে ফেনীর সোনাগাজীর তিনটি ইউনিয়নে পৃথক প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল করেছে জাতীয়তাবাদী তাঁতী দল। আজ বৃহস্পতিবার (৮ মে) প্রস্তুতি সভা ও মিছিল গুলো অনুষ্ঠিত হয়।
৩নং মঙ্গলকান্দি ইউনিয়নে জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি সাইদুল হক ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রুবেলের নেতৃত্বে বক্তার মুন্সী এলাকায় প্রস্তুতি সভা ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। এতে তাঁতী দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন তাঁতী দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির হোসেন শাওন ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর নবী ফাহিম।
একইদিন, ৫নং চর দরবেশ ইউনিয়নের কেরামতিয়া বাজারে প্রস্তুতি সভা শেষে মিছিল বের করে জাতীয়তাবাদী তাঁতী দলের নেতাকর্মীরা। এ মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক রুবেল। উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুল হাসান।
অন্যদিকে, ২নং বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার এলাকায় প্রস্তুতি সভা শেষে মিছিল করেন স্থানীয় তাঁতী দলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন সভাপতি বাবুল ও সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আয়ুব নবী, সহ-সভাপতি রফিকুল ইসলাম সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তুহিন ও মো. সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল সায়েম এবং মো. রবিউল হক।
নেতৃবৃন্দরা জানান, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আব্দুল আল আমিনের নির্দেশে তারুণ্যের অধিকার আদায়ের এই সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে প্রচার ও সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০