নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের মোহাম্মদপুরে অবস্থিত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান “চট্টগ্রাম নর্দার্ন পাবলিক স্কুল” এর প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সরব উপস্থিতিতে ১৭মে (শনিবার) সকাল ১০টায় জাঁক ঝমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব লায়ন জি, এম, সাইদুর রহমান মিন্টু এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম. সাইফুর রহমান। অনুষ্ঠানে অভিভাবকরা সরাসরি উপস্থিত থেকে স্কুলের উন্নয়নে নানাবিধ পরামর্শ প্রদান করেন এবং প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ অভিভাবকদের পরামর্শগুলো গুরুত্ব সহকারে মূল্যায়নের অংগীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন, রোমানা নাসরিন, মো: এরশাদুল আলম, উম্মে কুলসুম স্বর্না, সৃষ্টি বড়ুয়া, ইয়ামিন রহমান, সাবরিনা পারভীন এবং মোশাররফ হোসেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জি,এম, সাইদুর রহমান মিন্টু বলেন, এই প্রতিষ্টানটা আমরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই গত পাঁচবছর পূর্বেই প্রতিষ্ঠা করি এবং এই পাঁচবছর ধরে এখনো আমরা ভূরতুকি দিয়েই চালাচ্ছি যদিও এটাকে যেহেতু আমরা ব্যবসা প্রতিষ্ঠান মনে করিনা কিন্তু ছাত্র-ছাত্রীদের থেকে খুব কম বেতন নিয়ে উন্নত শিক্ষার ব্যবস্থা করেছি আর আমাদের এই প্রতিষ্ঠানের এডভারটাইজড করবে আমাদের এই প্রতিষ্ঠানের অভিভাবকরাই!
প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম বলেন, আমরা পরিচালকরা নিজেদের জীবিকা নিয়ে ব্যস্ত থাকলেও আমরা আমাদের দৈনন্দিন সময়ের বেশিরভাগই এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নিয়োজিত থাকি কিন্তু যেহেতু আমরা এইসব অনুষ্ঠানাদি ছাড়া অভিভাবকদের সাথে তেমন বেশি যোগাযোগ করতে পারছি না তাই আমরা বিদ্যালয়ের বিভিন্ন স্থানে আমাদের কন্টাক্ট নাম্বার দিয়েছি যাতে অভিভাবকরা যেকোনো সময়ে আপনাদের অভিযোগ ও পরামর্শ জানাতে পারেন আর আমরা শ্রেণীকক্ষে যেসব সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি তাতে সাউন্ডসহ শোনা যায় এবং আমরা পরিচালকরা এই সিসিটিভি নিয়মিত মনিটর করি। আশাকরি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান খুব শীঘ্রই চট্টগ্রামের সর্বশ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে ইনশাল্লাহ।