
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলার ৩০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে ইন্টারেক্টিভ ফ্লাট প্যানেল পরিচালনা, হার্ডওয়্যার সংরক্ষণ ও ট্রাবলশ্যুটিং বিষয়ক একদিনের প্রশিক্ষণ শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিটিআই চট্টগ্রামে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন। দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি’র পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম।
পিটিআই, চট্টগ্রামের অডিটোরিয়ামে আয়োজিত প্রশিক্ষণে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি শাখার অপারেশন ম্যানেজার শেখ সাইদুর রহমান, আইএমডি শাখার সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল জব্বার, পিটিআই, চট্টগ্রামের নবযোগদানকৃত সুপারিনটেনডেন্ট রুবিনা পারভীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত ও গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সরকার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম প্রদান করেছে। এবার নতুনভাবে দেশের ৩ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারেক্টিভ ফ্লাট প্যানেল প্রদান করা হয়েছে। আধুনিক এই ডিভাইসের মাধ্যমে শ্রেণিকক্ষে আইসিটিতে পাঠদান অনেক বেশি সহজ ও আকর্ষণীয় হবে। বক্তারা প্রতিটি বিদ্যালয়ে ইন্টারেক্টিভ ফ্লাট প্যানেলের যথাযথ ব্যবহারসহ এর রক্ষণাবেক্ষণে শিক্ষকদের সচেতন থাকার নির্দেশনা দেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০