ডি এইচ মনসুর, চট্টগ্রাম :
নবায়নে ব্যর্থ ১২৩ শিপিং এজেন্টের লাইসেন্স বাতিল লাইসেন্স নবায়ন করতে শিপিং এজেন্টগুলোকে পাঠানো নোটিশের সাড়া না পাওয়ায় ১২৩টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ। কাস্টমসের তালিকায় থাকা ১৩২টি শিপিং এজেন্সির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ততকরে বৈধতা না থাকায় চলতি জুন মাসের শুরুতে এইসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়। যদিও আইনগত জটিলতা দূর করে লাইসেন্স নবায়নে কাস্টমস মানবিক দিক বিবেচনা করে তা নবায়নের সুযোগ দেওয়ার দাবি ব্যবসায়ীদের।
চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানায়
, ১৩২টি শিপিং এজেন্ট প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশই লাইসেন্স নবায়ন করেনি। এর মাধ্যমে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। কাগজপত্র ঠিক থাকায় ৯টি প্রতিষ্ঠান বাদে বাকি ১২৩টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। ফলে জাহাজে আসা কনটেইনার চট্টগ্রাম বন্দর থেকে খালাস করতে পারবে না প্রতিষ্ঠানগুলো।
বাতিল হওয়া ১২৩টি শিপিং এজেন্টগুলোর মধ্যে রয়েছে— মেকো শিপিং, এস. এস শিপিং এন্ড চার্টারিং লিমিটেড, এটলাস লজিষ্টিকস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, মেরিন শিপিং সার্ভিসেস, এম এস সি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, এলাইড এক্সপ্রেস শিপিং লিমিটেড, ইডি ট্যাংকারস লিমিটেড, ওয়ার্ল্ড ট্রেড শিপিং লাইন্স, নোবেল শিপিং লাইন, এইচ কে শিপিং লাইন্স, সী-লার্ক শিপ ম্যানেজমেন্ট লিমিটেড, জেসিকা শিপিং লাইন্স, এ এস আর শিপিং এজেন্সীস, সী সাইন মেরীটাইম লিমিটেড, ইলেন্ড শিপিং এন্ড লজিস্টিকস, মিলেনিয়াম শিপিং লাইন্স, সাদেক মাল্টিট্রেড, জারা শিপিং লাইন্স, জিল মেরিন সার্ভিস, সুপরা শিপিং সার্ভিসেস লিমিটেড, ওশানাস শিপিং এজেন্সী, ওশ্যান শিপিং লাইন্স লিমিটেড, পারফেক্ট শিপিং লাইন্স, স্যাম শিপিং এজেন্সীস, ইন্ট্রা পোর্ট মেরিন লিমিটেড, তেজারত শিপিং লাইন্স, এস এস শিপিং এন্ড ট্রেডিং লিমিটেড, গোল্ড ভিউ শিপিং লিমিটেড, সি ক্লাব বাংলাদেশ লিমিটেড, এইচ ই শিপিং এজেন্সীস লিমিটেড, ম্যাক্সিকন শিপিং এজেন্সীস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড, ল্যামস ক্লিফোর্ড এন্ড কোম্পানী লিমিটেড, কে এম জেড এন্টারপ্রাইজ লিমিটেড, বাংলাদেশ কনটেইনার লাইন্স লিমিটেড, জোবায়ের শিপিং এজেন্সী, সার্ব শিপিং এজেন্সী লিমিটেড, সামুনদা শিপস সার্ভিস লিমিটেড, কিউ সি নেভিগেশন লিমিটেড, এ এন এল শিপিং লাইন্স লিমিটেড, ওশ্যান কিং কনটেইনার লাইন্স এবং আর ওয়াই শিপিং লাইন্স লিমিটেড।
এছাড়াও তালিকায় রয়েছে— হ্যানজিং শিপিং বাংলাদেশ লিমিটেড, ওয়ার্ল্ড ট্রাষ্টেড শিপিং করপোরেশন, ইন্টারলিংক লজিস্টিকস এন্ড ডিস্ট্রিবিউশন, ওশ্যান স্টার শিপিং লাইন্স, মেরিন শিপ ম্যানেজমেন্ট লিমিটেড, পোর্ট সিটি শিপিং লজেস্টিকস, ফ্রেইট মাস্টারস প্রাইভেট লিমিটেড, এইচ এস এ শিপিং এন্ড লজিস্টিকস, সিঙ্গাপুর ইস্টার্ন এজেন্সী, ইন্টার মেরিন প্রাইভেট লিমিটেড, বেন আম এজেন্সী লিমিটেড, সামপান মেরিটাইম লিমিটেড, এওয়ার্ডস ট্রান্সপোর্টেশান লিমিটেড, প্রাইমেক্স লজিস্টিকস ইন্টান্যাশনাল, এম এইচ গ্লোবাল লজিস্টিকস লিমিটেড, ডি এন এস ইন্টারন্যাশনাল, দি ওরিয়েন্ট কনটেইনার লাইন্স লিমিটেড, বীকন শিপিং লাইন্স লিমিটেড, ম্যাজেস্টিক শিপিং লিমিটেড, মারওয়া শিপিং এজেন্ট লিমিটেড, ফ্রাংক শিপিং লিমিটেড, ইউনি বেঙ্গল কন্টেইনার ম্যানেজমেন্ট লিমিটেড, কমিটমেন্ট শিপিং লাইন্স, পূর্বচল শিপিং লাইন্স, ম্যাক-নেলস (বাংলাদেশ) লিমিটেড, মেরিটাইম সার্ভিসেস লিমিটেড, ট্র্যান্স ওশ্যান লাইন্স লিমিটেড, ওশ্যান মেরিন শিপিং লিমিটেড, ইস্টার্ন লজিস্টিকস লিমিটেড, রয়েল মেরিন ম্যানেজমেন্ট, ইউনাইটেড কন্টেইনার সার্ভিসেস লিমিটেড, এরিয়েল ট্রেড এন্ড শিপিং লিমিটেড, কিং ওশ্যান শিপিং লাইন্স, সার মেরিটাইম এজেন্সীস লিমিটেড, টোটাল ফ্রেইট লিমিটেড, সাস ওশান লাইন্স, মার্ট কার্গো লিমিটেড, মাস্টার ওশান ভয়েজ এন্টারপ্রাইজ, শিপিং ইন্টারন্যাশনাল লিমিটেড, ইলেভেন ঈগল লজিস্টিকস লিমিটেড, ইউনিভার্সেল কন্টেইনার লাইন্স লিমিটেড, হার্ডসন এন্ড হিগিংস লিমিটেড, আর কে শিপিং এজেন্সী, ইষ্টার্ণ মেরিটাইম লিমিটেড, বানশিপকো (এফএফ) লিমিটেড, সিএমএ-সিজিএম বাংলাদেশ শিপিং লিমিটেড, গ্লোব লিংক কন্টেইনার লাইন্স লিমিটেড ও ট্রান্স ওয়ার্ল্ড ইস্ট এশিয়া লিমিটেড।
এছাড়াও রয়েছে— ডব্লিউ আর শিপিং বাংলাদেশ লিমিটেড, প্রগতি শিপিং বাংলাদেশ লিমিটেড, নিউ ফানেল ট্রেডার্স, মেরিন ভ্যাসেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, সিনডী শিপিং লাইন্স, সী শান শিপিং এন্ড ট্রেডিং এজেন্সী, এআরও শিপিং এন্ড লজিস্টিকস লিমিটেড, ওশান মেরিটাইম এজেন্সী প্রাইভেট লিমিটেড, সাউথ ইস্ট ট্রেডিং লিমিটেড, কমানা শিপিং এজেন্সী, স্পেনস ম্যাক বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, বেনডাচ ফ্রেইট সার্ভিসেস লিমিটেড, ব্যাংকো সার্ভিসেস লিমিটেড, লাসিকো লিমিটেড, ইন্টারন্যাশনাল শিপিং লাইন্স, ট্র
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০