শহিদুল সুমন, চট্টগ্রাম :
চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোজাহের মাওলা (৪০) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
ডেঙ্গু শনাক্ত হওয়ার পর গতকাল বুধবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোজাহের মাওলা (৪০) সন্দ্বীপের মৃত রফিকুল মাওলার ছেলে। তিনি ইউনিয়ন ব্যাংক আগ্রাবাদ শাখার ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে নগরীর আগ্রাবাদের বিশ্বকলোনিতে বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত তিনদিন আগে তিনি জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে পরীক্ষা করে ডেঙ্গু পজিটিভ হলে হাসপাতালে ভর্তি করানো হয়। শুরুতেই মোজাহের মাওলার প্লাটিলেট কমে যায়।
নিহত মোজাহেরের বন্ধু মহল থেকে জানা যায়, মোজাহের মাওলা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৯ ব্যাচের। গতকাল রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে মারা গেছে। তার ছোট দুইটি মেয়ে রয়েছে। তার মৃত্যুতে দেশের সর্ববৃহৎ ব্যচ ভিত্তিক সংগঠন এস.এস.সি ৯৯ এ শোকের ছায়া নেমে এসেছে।।
জানা যায়, গত ২৭ জুলাই এস এম তাজুল ইসলাম (৫৫) নামে কর্ণফুলী উপজেলায় ইসলামী ব্যাংকের আরেক কর্মকর্তা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ওই ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০