বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
কর্ণফুলী নদীর কালুরঘাট অংশের পূর্ব ও পশ্চিম প্রান্তে (দুই অংশে) ফেরি পারাপারের মাধ্যমে যানবাহন চলাচলের জন্য এপ্রোচ সড়ক তৈরিতে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৫ মার্চ) অভিযোগের ভিত্তিতে সকাল সাড়ে দশটা থেকে এপ্রোচ সড়ক পরিমাপ করে দুর্নীতি দমন কমিশন।
এর আগে বাস্তবায়িত কাজে সরেজমিনে পরিমাপের জন্য গত মঙ্গলবার (১২ মার্চ) বোয়ালখালী (এলজিইডি) প্রকৌশলী রেজাউল করিম ও হাটহাজারী উপ-প্রকৌশলী আ.স.ম রাশেদুল আহসানকে লিখিতভাবে জানানো হয়। পরিমাপ শেষে প্রতিবেদন দাখিলের কথাও বলা হয়েছে চিঠিতে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সকাল থেকে কালুরঘাটের এপ্রোচ সড়কে পরিমাপ শুরু করা হয়েছে। পরিমাপ শেষে প্রকৌশলীদের প্রতিবেদন পেলে বাকিটা বলা যাবে।