ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়ায় সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সাংসদ জাফর আলম

প্রতিবেদক
নিউজ ভিশন
৫ জুলাই ২০২২, ১১:১৮ অপরাহ্ণ

Link Copied!

সাঈদী আকবর ফয়সালঃ
চকরিয়া উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

৫ জুলাই (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জেপি দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম এমপি।

এসময় প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ, দেশ ও দেশের জন্য কাজ করছে। অতীতের কোন সরকারের আমলে বর্তমানের মত উন্নয়ন সম্ভব হয়নি। অনুদানের অর্থ যথাযথভাবে চিকিৎসা ক্ষেতে ব্যয় করার মাধ্যমে অনুদান প্রাপ্ত সকলের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবেন এবং অনুদানপ্রাপ্ত সকলের আসু রোগমুক্তি কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-
কক্সবাজার জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসান মাসুদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

উপস্থিত ছিলেন-জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক আবুল কাসেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, কোণাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন রাজু বলেন, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আওতায় ৩৮জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে এবং জেলা সমাজকল্যাণ পরিষদ কক্সবাজার হতে ঘর মেরামত, চিকিৎসার জন্য ১০ জনকে ৫হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জেপি দেওয়ান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গরীব অসহায় মানুষের চিকিৎসার সহায়তার জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবছর জটিল রোগে আক্রান্ত গরিব মানুষদের চিকিৎসার সুবিধার্থে আর্থিক সহায়তা প্রদান করছে। সরকারি অনুদানে উপজেলায় বছরে অর্ধশত লোক সুচিকিৎসার সুযোগ পাচ্ছে।’

187 Views

আরও পড়ুন

নকলায় পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত ৪

ইউ‌নিট সভাপ‌তিকে মামলাসহ হয়রানীর প্রতিবা‌দে সমা‌বেশ অনু‌ষ্ঠিত

কাপাসিয়ায় নবাগত ইউএনও’র সাথে মাদরাসা শিক্ষক পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়

অপহৃত কলেজ শিক্ষার্থীর মরদেহ মিললো প্রেমিকার প্রেমিকের বাড়ি, গ্রেফতার ৩

শান্তিগঞ্জ উপজেলা সুজন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পলাশে রাস্তার ইট তুলে দেয়াল নির্মাণ

উখিয়ায় শাহপুরী হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

জেলা খাদ্য কর্মকর্তার তালবাহানা  : জামালপুরে ২০ টন সরকারি চাল জব্দ

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব লাঞ্ছিত,দুই কর্মকর্তা বরখাস্ত।

তোমার আলোয় আলোকিত হোক সকল মুসলিম

জামালপুর সমিতি ঢাকার সাবেক মহাসচিব শফিকুল ইসলাম গ্রেপ্তার

অনিয়মের তথ্য চাওয়ায় হাসপাতাল তত্ত্বাবধায়ক কর্তৃক হামলার শিকার সময় টিভির দুই সাংবাদিক