নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি অমান্য করায় ও
মাস্ক ব্যবহার না করার দায়ে লকডাউনের প্রথম দিনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে চলার দায়ে এবং মাস্ক পরিধান না করার অপরাধে বিভিন্ন ব্যাক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৯টি মামলায় দন্ডিত করে ১৫ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (৫এপ্রিল) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চকরিয়া বাস টার্মিনাল পুরাতন বাস স্টেশন, নিউ মার্কেট এলাকা সহ পৌর সদরের বিভিন্ন পয়েন্ট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযান ব্যাপারে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনা সংক্রমণ পরিস্থিতি দ্বিতীয় ঢেউয়ে দেশব্যাপী সংক্রমণের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমণের হার রোধকল্পে সরকার ইতিমধ্যে বিভিন্ন নির্দেশনা জারি করে সারাদেশে লকডাউন ঘোষনা করেছেন । সেই প্রেক্ষিতে সংক্রমণের হার রোধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আলোকে
চকরিয়া পৌরসভা এলাকায় করোনা প্রতিরোধে জোর তৎপরতা চালিয়ে কেউ লকডাউন অমান্য করছে কিনা তা মনিটরিং করতে অভিযান পরিচালিত হয়।
পাশাপাশি বিভিন্ন স্পটে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
তিনি সরকারের নির্দেশনা মতো লকডাউন মেনে চলার জন্য চকরিয়া বাসীদের অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০